আহত শিক্ষার্থীদের পুনর্বাসনে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হবে: সমাজকল্যাণ উপদেষ্টা

ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের নিয়ে প্রোগ্রাম সাজাবে সমাজকল্যাণ মন্ত্রণালয়। সোমবার (১৯ আগস্ট) সকালে ঢাকা মেডিকেলে আহতদের দেখতে গিয়ে এমন কথা জানান উপদেষ্টা শারমীন এস মুর্শিদ।

উপদেষ্টা বলেন, আন্দোলনে আক্রান্ত শিক্ষার্থীদের পুনর্বাসন করতে দেশের সব হাসপাতালগুলো থেকে তথ্য সংগ্রহ শুরু করেছে মন্ত্রণালয়। এসময় ঢাকা মেডিকেলে ভর্তি আহতদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি চিকিৎসা সুচিকিৎসার দেওয়ার নির্দেশনা দেন তিনি।

শারমীন মুর্শিদ বলেন, যারা মারা গেছেন তাদের জন্য দোয়া করা ছাড়া কিছু করতে পারবে না সরকার, তবে আহত ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হবে।