
কিছুদিন পরই ঈদ। ঈদের জামাতে পাঞ্জাবির সঙ্গে পরার চাহিদায় থাকে সুন্দর টুপি। আতরের সুবাসও পছন্দ ছোট-বড় সবার। আর ঈদগায় নামাজের অন্যতম অনুষঙ্গ জায়নামাজ। ঈদের শেষ মুহূর্তের কেনাকাটায় অনেকেই তাই ঢু মারছেন আতর, টুপি, তসবির দোকানে।
রোজার শুরু থেকে টুপি-আতর-জায়নামাজের বিক্রি বাড়ে। ঈদ যত ঘনিয়ে আসে বিক্রিও বাড়ে তত। যদিও বিক্রেতারা বলছেন, চলতি বছর বেচাবিক্রি কম।
ঈদ উপলক্ষে দুই ছেলেকে সাথে নিয়ে রাজধানীর বায়তুল মোকাররমে টুপি কিনতে এসেছেন কেরানীগঞ্জের মোহাম্মাদ পিন্টু। আদরের সন্তানদের পছন্দ মত কিনে দিয়েছেন টুপি।
ঈদ এগিয়ে আসার সাথে নতুন পোশাকের পাশাপাশি টুপি, আতর, জায়নামাজের দোকানে ভিড় বাড়ছে। উল, জরি আর সুতি কাপড়ের তৈরি বিচিত্র নকশার টুপি মিলছে দোকানগুলোতে। আফগানি, চীনা, ভারতীয় ও দুবাইয়ের টুপির বিক্রিও বেশ ভালো। কয়েক বছর ধরে মালয়েশিয়া, তুরস্কের টুপির চাহিদাও বাড়ছে বাজারে।
ঈদের কেনাকাটার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ পণ্য আতর। ঈদে মনকে প্রফুল্ল রাখতে বয়স্করা একটু কড়া সুবাসের আতর বেছে নিচ্ছেন। তবে, তরুণদের পছন্দ হালকা ঘ্রাণের আতর। বাজারের বেশির ভাগ আতর আসে মধ্যপ্রাচ্য ও ইউরোপের দেশগুলো থেকে। পাশাপাশি বিক্রি হচ্ছে দেশী ব্র্যান্ডের আতরও।
ঈদের নামাজের অন্যতম অনুষঙ্গ বৈচিত্র্যময় নকশা ও কারুকাজ করা জায়নামাজ। বাজারে তুরস্ক, আফগানিস্তান, পাকিস্তান, বেলজিয়াম থেকে আসা বিদেশি জায়নামাজের চাহিদাই বেশি। দাম পড়ছে সাড়ে ৫শ’ থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত।
ঈদ সামনে রেখে অনেকে কিনছেন তসবিও। রমজানের সিয়াম সাধনা শেষে, আনন্দ উৎসবের দিনে এই তসবি জপে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করবেন তারা।