
স্টাফ করেসপনডেন্ট, খাগড়াছড়ি:
খাগড়াছড়ির দীঘিনালায় বোয়ালখালী বাজারের একাংশে আগুনে পুড়েছে ২০টির মতো ব্যবসা প্রতিষ্ঠান। বুধবার (২৬ মার্চ) রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর ভোর রাত সাড়ে ৪ টার দিকে সাহরির সময় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
স্থানীয়রা জানায়, হঠাৎই আগুনের ফুলকি দেখতে পান তারা। মূহুর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি দোকানে। আগুনের লেলিহান শিখায় চারপাশ লাল ওঠে।
বোয়ালখালীর নিচের বাজারের একটি খাবার হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি, স্থানীয় লোকজন ছাড়াও সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অংশ নেন।
ফায়ার সার্ভিসের খাগড়াছড়ি স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, আগুনে ১৮ থেকে ২০টির মতো ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও লাগার কারণ সম্পর্কে জানাতে পারেনি। ক্ষয়ক্ষতি নিরুপণে কাজ চলছে জানিয়েছেন তিনি।
এর আগে, শনিবার (৮ মার্চ) রাতে দীঘিনালার বোয়ালখালীর লারমা স্কয়ার বাজারে আগুনে পুড়ে যায় ১২টি দোকান।