কন্যা সন্তানের বাবা হলেন কে এল রাহুল

কন্যা সন্তানের বাবা হলেন ভারতীয় তারকা ক্রিকেটার কে এল রাহুল। তার স্ত্রী বলিউডের জনপ্রিয় অভিনেতা সুনীল শেঠির মেয়ে আথিয়া। সোমবার (২৩ মার্চ) কন্যাসন্তানের জন্ম দেন আথিয়া। কে এল রাহুল ও আথিয়া দম্পতির এটি প্রথম সন্তান। মঙ্গলবার (২৫ মার্চ) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, কন্যা হওয়ার খবর জানিয়েছেন আথিয়া-লোকেশ দুজনই। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তারা। লিখেছেন, ‘২৪ মার্চ আশীর্বাদ হিসেবে একটি কন্যাসন্তান পেয়েছি।’

এই পোস্টে আথিয়ার ভাই আহান শেঠি, বাবা সুনীল শেঠিও অভিবাদন জানিয়েছেন। তাছাড়াও ইলিয়েনা ডিক্রুজ, শানায়া কাপুর, এষা গুপ্তা, আয়েশা শ্রুফ, কিয়ারা আদভানি, অর্জুন কাপুর, অনন্যা পান্ডেসহ অনেকে অভিনন্দন জানিয়েছেন।