
মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক পুত্রবধূ ভেনেসা ট্রাম্পের সঙ্গে সম্পর্কে রয়েছেন বলে স্বীকার করেছেন বিশ্ববিখ্যাত গলফার টাইগার উডস। রোববার (২৩ মার্চ) এই সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দেন উডস। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ টাইগার উডস লিখেছেন, ‘ভেনেসা! তোমাকে পাশে পেয়ে জীবন আরও সুন্দর। আমরা একসঙ্গে আমাদের যাত্রার জন্য উদ্গ্রীব’।
ভেনেসা ট্রাম্প ২০০৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের স্ত্রী ছিলেন। সাবেক এই দম্পতির পাঁচ সন্তান রয়েছে, যার মধ্যে ১৭ বছর বয়সী কাই ২০২৬ সালে ইউনিভার্সিটি অব মায়ামিতে গলফ খেলবেন। টাইগার উডসের সন্তান স্যাম এবং চার্লির সঙ্গে একই স্কুলে পড়ছেন কাই ট্রাম্প।
উল্লেখ্য, টাইগার উডস এর আগে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বেশ কয়েক বার গলফ খেলেছেন। ২০১৯ সালে ট্রাম্প তাঁকে প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম প্রদান করেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে দেখাও করেন উডস।