
তামিম ইকবালের অসুস্থতার খোজখবর রাখছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।
প্রধান উপদেষ্টার পক্ষে তাঁর উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিনের সঙ্গে তামিমের ব্যাপারে যোগাযোগ রাখছেন। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এমনটি জানানো হয়।
একই কারণে বোর্ডসভা স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সাভারের বিকেএসপিতে সোমবার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে টস শেষ করে ড্রেসিংরুমে ফেরার পর বুকে ব্যথা অনুভব করেন তামিম। সেখানেই প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থান উন্নতি না হলে দ্রুত হেলিকপ্টার আনা হয় এভারকেয়ার হসপিটালে আনার লক্ষ্যে। কিন্তু পরিস্থিতি আরও খারাপের পর্যায়ে যাওয়ায় দ্রুত নেওয়া হয় পাশেই ফজিলাতুন্নেছা হাসপাতালে। রাখা হয় লাইফ সাপোর্টে। এনজিওগ্রামে হার্টে ব্লক ধরা পড়ে। পরানো হয় রিং।
তামিমের হার্টে ব্লক ধরা পড়া ও রিং পরানোর খবর জানিয়ে তামিমের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দিয়েছেন অ্যাডমিন।