গাইবান্ধায় ট্রাকচাপায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর

গোবিন্দগঞ্জ প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের চাপায় আলম মিয়া (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (২৩ মার্চ) বিকেল ৫টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলা শহরের জনতা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আলম উপজেলার গুমানীগঞ্জ ইউনয়নের অনন্তপুর গ্রামের সাইদুর রহমানের পুত্র। তিনি একটি সিগারেট কোম্পানির স্থানীয় সেলসম্যানের দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয়রা জানান, বিকেলে আলম মিয়া মোটরসাইকেল চালিয়ে ঢাকা-রংপুর মহাসড়কে শহরের জনতা ব্যাংকের দিকে যাচ্ছিলেন। এসময় সড়কে যানজটে আটকা থাকা দুটি ট্রাকের মাঝখানে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী আলম।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলমান বলে জানান তিনি।