
স্টাফ করেসপনডেন্ট, কক্সবাজার:
মিয়ানমার থেকে অনুপ্রবেশের চেষ্টাকালে কক্সবাজারের টেকনাফে ট্রলারডুবির ঘটনায় ৪ রোহিঙ্গার মরদেহ নাফ নদীতে ভাসমান অবস্থায় পাওয়া গেছে। তাদের উদ্ধারে তৎপরতা চলছে। তবে এখনও নিখোঁজ রয়েছেন বিজিবি সদস্য সিপাহি মোহাম্মদ বেলাল (২৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন। তিনি বলেন, শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় টেকনাফের শাহপরীর দ্বীপ ও দমদমিয়াস্থ নাফনদীর মোহনায় ৪ জনের মরদেহ ভাসছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এদের মধ্যে এক শিশু ও ৩ নারীর মরদেহ রয়েছে। স্থানীয়দের সহায়তায় উদ্ধারের প্রক্রিয়া চলছে।
এর আগে, শুক্রবার মধ্যরাতে শাহপরীর দ্বীপের পশ্চিমে অবৈধ অনুপ্রবেশের সময় রোহিঙ্গা বহনকারী একটি ট্রলার ডুবে যায়। এতে ২৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করে বিজিবি। এ ঘটনায় বিজিবির এক সদস্যসহ অনেকেই নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান।
তিনি জানান, শুক্রবার মধ্যরাতে রোহিঙ্গাবোঝাই একটি ট্রলার বাংলাদেশে অনুপ্রবেশের সময় তলা ফেটে ডুবে যায়। খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত স্থানীয় জেলেদের নিয়ে তাদের উদ্ধারে নামে এবং ২৫ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করে। এ সময় এক বিজিবি সদস্য নিখোঁজ হয়। পরে ডুবে যাওয়া ট্রলার উদ্ধার সম্ভব হলেও বিজিবি সদস্যকে উদ্ধারে কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
এদিকে, নিখোঁজ বিজিবির সদস্যের পরিচয় মিলেছে। তার নাম সিপাহি মোহাম্মদ বেলাল (২৮)। তিনি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সীমান্ত ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার সঙ্গে থাকা একটি রাইফেলস ও চারটি ম্যাগাজিনও নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।