আ. লীগ ও জাতীয় পার্টিকে বাদ দিয়ে ভোট হলে নিরপেক্ষ ও সুষ্ঠু হবে না: জি এম কাদের

রংপুর ব্যুরো:

জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাদ দিলে অর্ধেক লোক নিয়ে নির্বাচন হবে। সেই নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন বলা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

শনিবার (২২ মার্চ) সন্ধায় রংপুর জিলা পরিষদ কমিউনিটি সেন্টারে জেলা ও মহানগর জাতীয় পার্টি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জি এম কাদের বলেন, আমাদের পরিস্কার কথা, প্রতিটি রাজনৈতিক দলকে সঠিকভাবে নির্বাচন করার সুযোগ দিতে হবে।

সেনাবাহিনীকে ডিস্টার্ব করা, তাদের সম্পর্কে মন্তব্য করা কথা জনস্বার্থের অনুকূলে নয় বলেও মন্তব্য করেন জাপা চেয়ারম্যান। বলেছেন, প্রতিযোগিতা কমিয়ে দেয়ার রাজনীতি কখনোই সফল হবে না। এটা তারা চেষ্টা করতে পারেন। শেখ হাসিনা চেষ্টা করেছে, পারেন নাই। আমার মনে হয় না তারা (অন্তর্বর্তী সরকার) পারবেন। তবে তারা চেষ্টা করে দেখতে পারেন।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা জসম্মুখে থাকো। কারণ, তোমাদের যেন মানুষ ভুলে না যায়। এই ধরনের পরিস্থিতি সৃষ্টির জন্য তারা পায়তারা করছে। এসব পায়তারা নিয়ে আমরা ওয়াকিবহাল আছি। এসব পাঁয়তারা মোকাবেলা আমরা জীবন দিয়ে হলেও করবো। যেখানেই আমাদের বাধা দেয়া হবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। জীবন দিয়ে হলেও সেটা আমরা করবো।