‘২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারে যুক্তরাষ্ট্র’

ডোনাল্ড ট্রাম্পের সাহায্যে ২০২৬ বিশ্বকাপ জিতবে যুক্তরাষ্ট্র— এমন দাবি করেছেন দলের কোচ মরিসিও পচেত্তিনো। ঘরের মাঠে বিশ্বকাপ আয়োজন হওয়ায় বাড়তি সুবিধা পাবে দল সেটিও মানছেন তিনি। একই সাথে হুশিয়ারি দিয়ে রাখলেন, যুক্তরাষ্ট্র কোন কিছুর সাথে জড়ালে সেটি তারা আদায় করে নেয়, সেটি স্পোর্টস হোক কিংবা অন্য সেক্টর।

১৯৩০ সালের উদ্বোধনী বিশ্বকাপে তৃতীয় হয়ে আসর শেষ করেছিলো যুক্তরাষ্ট্র। এরপর থেকে ১৯৯৮ সাল পর্যন্ত কোয়ার্টার ফাইনালেই পৌছাঁয়নি তারা। এছাড়া আয়োজক দেশ হয়েও কোপা আমেরিকার গ্রুপ স্টেজ পেরোতে পারেনি টিম ইউএসএ। কিন্তু এবার এই দল নিয়ে নতুন স্বপ্ন দেখছেন কোচ মরিসিও পচেত্তিনো। দাবি করে বসলেন, দেশটির রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সাহায্যেই ২০২৬ বিশ্বকাপ জিতবে যুক্তরাষ্ট্র। স্কাই স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

মরিসিও পচেত্তিনো বলেন, আমার মনে হচ্ছে প্রেসিডেন্টের সাহায্যে আর আয়োজক দেশ হিসেবে আমরা থাকায়, যেকোন কিছু সম্ভব। আমরা শিরোপা জিততেও পারি। আমরা জেতার মেন্টালিটি নিয়েই মাঠে নামবো। আপনারা ভালো করেই জানেন আমেরিকা কোন কিছুর সাথে জড়ালে জয় পেতে মরিয়া হয়ে থাকে, সেটা স্পোর্টস হোক কিংবা অন্য কোন ক্ষেত্র।

এদিকে ট্রাম্পকে প্রায়শই দেখা যায় দেশটিতে অনুষ্ঠিত বিভিন্ন ধরণের স্পোর্টস ইভেন্টে। গত এক মাসেই ১১টি এনএফএল স্টেডিয়াম পরিদর্শনে গিয়েছিলেন এই প্রেসিডেন্ট। সেইসাথে গেল মাসেও ট্রাম্পকে দেখা গেছে নিউ অরলিন্সে সুপার বোলের ইভেন্টে। এমনকি নির্বাচনে জয়ী হওয়ার পর ম্যাডিসন স্কয়্যার গার্ডেনে ইউএফসি ইভেন্টসেও দেখা যায় তাকে। আর্মি-নেভি গেমসেও অংশ নিয়েছিলেন ট্রাম্প।

পরিশেষে, ২০২৬ বিশ্বকাপ নিয়ে বেশ উচ্ছ্বসিত যুক্তরাষ্ট্র, দলের কোচ পচেত্তিনো আর প্রেসিডেন্ট ট্রাম্প। নিঃসন্দেহে এবার বাড়তি সুবিধাই পেতে যাচ্ছে টিম ইউএসএ।