‘দুঃখিত, লজ্জিত’, ফেসবুকে সুখনের অটো রিপ্লাই

বিনোদন ডেস্ক : কোটা সংস্কার আন্দোলন ঘিরে অনেকটাই নিশ্চুপ ছিলেন তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব সোলায়মান সুখন। তার এই নীরবতার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এক প্রকার তুলাধুনার শিকার হচ্ছেন। তাই এবার নিজের ফেসবুকে পেইজে দুঃখ প্রকাশ করে মেসেজের অটো রিপ্লাই সেট করে রেখেছেন তিনি।

মোটিভেশনাল স্পিকার হিসেবেই অধিক পরিচিত সোলায়মান সুখনের মোটিভেশনাল ভিডিও দেখেনি বা শোনেনি এমন খুব কম মানুষই পাওয়া যাবে। তরুণদের বদৌলতে জনপ্রিয়তা পাওয়া সুখন চুপ ছিলেন তরুণদের অংশগ্রহণে হওয়া কোটা সংস্কার আন্দোলনে। তাকে নিয়ে তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক সমালোচনা। তাই এবার তিনি তার ফেসবুক পেজে লজ্জা প্রকাশ করে সকলের মেসেজের রিপ্লাই দিচ্ছেন।

তার ফেসবুকে পেজে দেখা যায় কেই তাকে মেসেজ দিলে তিনি তার রিপ্লাইয়ে লিখছেন:

গালি প্রাপ্য সেটা মেনে নিয়ে শুধু একটা কথাই বলবো গত ১১ জুলাই মেধার পক্ষে ভিডিও পোস্ট করার পর থেকে অনেক হুমকি আর চাপ মোকাবেলা করে নিজেকে এবং পরিবারকে সেফ করে রাখতে হয়েছে। আমি আমার জায়গা থেকে অনিয়ম নিয়ে বছরের পর বছর কথা বলার চেষ্টা করেছি তবে ছাত্ররা যে বলিন্ঠিতার সাথে পরিবর্তন শুরু করতে পেরেছে আমরা আগের প্রজন্ম সেটা পারি নি।’

একই সঙ্গে তিনি এই বিষয়টি নিয়ে দু:খ ও লজ্জা প্রকাশ করেন।

সোলায়মান সুখন ছিলেন নৌবাহিনীর কমিশন প্রাপ্ত অফিসার, পরে কাজ করেছেন স্ট্যান্ডআপ কমেডিয়ান হিসেবেও। বর্তমানে ব্যস্ত করপোরেট জগতে। দায়িত্বে আছেন মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের চিফ পাবলিক অ্যাফেয়ার্স অফিসার হিসেবে।