
ভারত সব সময়ই চায় বাংলাদেশে দাদাগিরি দেখাতে। ফ্যাসিস্ট হাসিনার পালানোর পর থেকে দাদাদের বোধহয় মাথাই খারাপ হয়ে গেছে। অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনূসকে নিয়ে মাঝেমধ্যেই বাজে মন্তব্য করে ওরা। এবার ভারতের এসব অপমানেরই জবাব দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান।
সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয়সওয়াল বলেছেন, গত বছরের ৬ আগস্ট থেকে এ বছরের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত সংখ্যালঘুদের ওপর বাংলাদেশে যে ২৩৭৪ হামলার ঘটনা ঘটেছে তার মধ্যে মাত্র ১২৫৪টি পুলিশ যাচাই করেছে এবং এর মধ্যে ৯৮ শতাংশ হামলায় রাজনৈতিক চরিত্রের বলে খারিজ করে দেওয়া হয়েছে। মূলত এই মন্তব্যটিকে টেনে এনে ভারতের মোদি সরকারকে উচিত জবাব দিয়েছেন এই রাজনৈতিক বিশ্লেষক। তিনি প্রশ্ন তোলেন ভারতের এই মুখপাত্র এমন উদ্ভট বানোয়াট তথ্য কোথায় পেল? এ সময় তিনি তুলে ধরেন হাসিনা পালানোর পর বাংলাদেশের মুসলমানরা মন্দির পাহারা দিয়েছে।
কোনো সংখ্যালঘুর ওপর নির্যাতনের ঘটনা না ঘটলেও ভারত তাদের স্বার্থ হাসিলের জন্যই এসব করছে বলেও মন্তব্য করেন এই বিশ্লেষক। এমনকি ইসকনের নেতা চিন্ময় ইস্যুতে প্রকাশ্যে মুসলিম আইনজীবীকে হত্যা করা হয় আদালত এলাকায়। এরপরও বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠরা হিন্দুদের ওপর কোনো হামলা চালায়নি বলেও তিনি তুলে ধরেন। হাসিনা যে গণঅভ্যুত্থানের সময় ২ হাজার মানুষকে হত্যা করেছে এটি নিয়েও কোনো মাথাব্যথা নেই ভারতের অথচ তারা বানোয়াট প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে। শুধু তাই নয়, ভারত চাইছে সকলের অংশগ্রহণমূলক নির্বাচন মানে হলো তারা আবার হাসিনাকেই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছে বলেও মন্তব্য করেন তিনি।
সম্প্রতি ড. ইউনূস আন্তর্জাতিক এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মন্তব্য করেছেন ভারতের সাথে আমাদের সম্পর্ক ভালো এবং ভালো থাকতেই হবে। তার এই বক্তব্যকে ঘিরেই এবার রীতিমতো অপমানজনক কথা বলেছে দিল্লি। ভারতীয় সেনাপ্রধানও কদিন আগেই কথা বলেছেন বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক নিয়ে এবং চিকেন নেক নিয়েও মন্তব্য করেছেন। ভারত স্পষ্টভাবেই এটা বোঝাতে চাচ্ছে যে পাকিস্তান ও চীনের সাথে ড. ইউনূস সরকার সম্পর্কের উন্নয়ন ঘটাচ্ছে, যা তাদের পছন্দ নয়।
এরপর যে সরকারই আসুক না কেন, হাসিনার মতো না হতে পারলে ভারতের সাথে সম্পর্ক টিকবে না বলেও মন্তব্য করেছেন ডা. জাহেদ উর রহমান। আর বিএনপি বা অন্য কোনো দলের পক্ষে হাসিনার মতো হওয়া সম্ভব না বলেও ধারণা তার।