ফাইনাল ম্যাচ টাই হলে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা নির্ধারণ হবে যেভাবে

২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের কথা প্রায় সবারই মনে থাকার কথা। সেবার টাই হয় ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মেগা ফাইনাল ম্যাচটি। খেলা গড়ায় সুপার ওভারে। সেই লড়াইতেও দুই দলই করে সমান ১৫ রান। তবে বেশি বাউন্ডারি মারার টাই হওয়া সেই ম্যাচ জিতে প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফিটা ঘরে তোলে ইংলিশরা।

তবে রোববারের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল যদি টাই হয় তাহলে কী হবে? এমন প্রশ্ন আসতেই পারে ক্রিকেট ভক্তদের মনে। ২০১৯ ফাইনালের মতো সুপার ওভারেও যদি দুই দল সমানে সমান হয়, তাহলে বেশি বাউন্ডারি মারা দলকে বিজয়ী ঘোষণা করা হবে না এবার।

কারণ, ২০১৯ বিশ্বকাপের ঘটনার পর নিয়ম বদলেছে আইসিসি। নতুন নিয়মের কারণে যতক্ষণ ম্যাচের ফলাফল হবে না ততক্ষণ সুপার ওভারের ম্যাচ হতেই থাকবে।

এবার আসা যাক যদি বৃষ্টি হয় তখন কী হবে? রোববারের ফাইনাল ভেস্তে গেলে আছে রিজার্ভ ডে। সেক্ষেত্রে সোমবার হবে ম্যাচে। তবে সেদিনও যদি খেলা না হয় তাহলে নিয়ম বলছে দুই দলকেই যৌথ ভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। ঠিক যেমনটা হয়েছিলো ২০০২ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সেবার যৌথ ভাবে চ্যাম্পিয়ন হয়েছিলো ভারত ও শ্রীলঙ্কা।

তবে তাই বলে এটা ভেবে নেবার কারণ নেই বৃষ্টিতে ভেস্তে যাবে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল। আবহাওয়ার রিপোর্ট বলছে রৌদ্রউজ্জল ঝলমলে আবহাওয়া থাকবে রোববারের দুবাই।

উল্লেখ্য, ২০০০ সালে কেনিয়ায় অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় আসরের ফাইনালেও মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। সেবার ভারতকে হারিয়ে শিরোপা জেতে কিউইরা। পরের আসরে যৌথভাবে চ্যাম্পিয়ন হয় ভারত। এছাড়া ২০১৩ সালেও চ্যাম্পিয়ন হয় মেন ইন ব্লু’রা। ২০০৯ ও ২০১৭ সালের আসরে ফাইনাল ম্যাচ হেরে যায় যথাক্রমে নিউজিল্যান্ড ও ভারত।