
সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় রেল লাইনের ওপর একটি ইজিবাইক আটকা পড়ে আছে আর সেটা টেনে তোলার চেষ্টা করছেন কয়েকজন। এর ঠিক পাশেই দাঁড়িয়ে আছে ট্রেন। মোবাইলে ধারণ করা ভিডিওটি দেখে আর বোঝার অপেক্ষা রাখে না একটুর জন্য বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে ইজিবাইক ও ট্রেনের যাত্রীরা। সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনাটি নিয়ে ট্রেনটি সময়মত থামাতে পারার পিছনের এক চাঞ্চল্যকর গল্প তুলে ধরেছেন এর চালক এনায়েত হোসেন ধ্রুব।
খোঁজ নিয়ে জানা যায়, ট্রেনটির নাম ময়মনসিংহ এক্সপ্রেস। এটি মূলত চট্রগ্রাম থেকে ময়মনসিংহের ভূঞাপুর পর্যন্ত চলাচল করে। একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে লোকোমাস্টার ধ্রুব জানান আল্লাহু আকবার বলে আল্লাহর ওপর বিশ্বাস রেখে ব্রেক কষায় অবিশ্বাস্যভাবে ট্রেনটি সময়মত ব্রেক হবার কথা। তিনি বলেন, ‘আমি ময়মনসিংহ থেকে ট্রেনটির চার্জ নেয়ার পর সকাল ৭ টা ১০ মিনিটে ময়মনসিংহ থেকে ছেড়ে যায়, ব্রাহ্মণবাড়িয়া পৌছাই প্রায় ২ টার কাছাকাছি মাল লোডিং আনলোডিং শেষ করে ২ টা ১০ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়া ছেড়ে আখাউড়ার দিকে যাই। কিছু মিনিট পরই তিতাশ পাড়া এলাকায় গাছপালার জন্য স্পষ্টভাবে অতটা বোঝা যাচ্ছিলো না তবে লেভেল ক্রসিংয়ে কোন একটা যান আটকে আছে বলে মনে হচ্ছিলো। হুইসেল দিয়ে মাথা বেড় করে দেখি একটি ইজি বাইক আটকে আছে। তৎক্ষণাৎভাবে কন্ট্রোলের চেষ্টা করে ব্রেক চাপি। ১০০ গজের মত দূরে থেকে তখন মনে হচ্ছিলো ইনশা আল্লাহ আমি কন্ট্রোল করতে পারবো। তখন আমার সহকারীকে বলছিলাম আল্লাহ ভরসা। শেষ মূহুর্তে শুধু আল্লাহকে স্বরণ করেছি, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবাণীতে সময়মতো ব্রেক করতে সক্ষম হয়েছি।’
ট্রেনের চালক আরও জানান যখন প্রথম হুইসেল দিচ্ছিলেন তখনও ট্রেনের গতি ৫০ কিলোমিটার পার আওয়ার ছিলো। অবিশ্বাস্যভাবে আল্লাহর নাম নিয়ে সময়মত ট্রেনটি থামাতে পেরে নিজেরও ভালো লাগছিলো বলেও জানান তিনি। এতে বড় ধরণের দুর্ঘটনার হাত থেকে যাত্রীদের রক্ষা করতে পেরে তিনি বেশ খুশি।