
চীনকে কড়া হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। চীনের সঙ্গে চলমান বাণিজ্যযুদ্ধের মধ্যে পাল্টাপাল্টি হুমকির ঘটনা ঘটেছে। এবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, তারা যুদ্ধের জন্য প্রস্তুত।
গত বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে এক বক্তৃতায় প্রেসিডেন্ট ট্রাম্প চীনের বিরুদ্ধে শুল্কযুদ্ধের হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ‘‘চীনসহ যেসব দেশ আমেরিকার পণ্যে শুল্ক আরোপ করবে, আমরাও তাদের পণ্যে শুল্ক চাপাবো।’’ এর পরেই চীনা দূতাবাস তাদের সোশ্যাল মিডিয়ায় জানায়, ‘‘আমরা যদি যুদ্ধ চাই, তা শুল্কযুদ্ধ, বাণিজ্যযুদ্ধ কিংবা অন্য কোনো যুদ্ধই হোক, আমরা লড়াই করতে প্রস্তুত।’’
চীনের এই হুমকির পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘‘আমরাও প্রস্তুত।’’ তিনি বলেন, ‘‘শান্তির জন্য, যেকোনো যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হয়।’’ তিনি আরও জানান, ‘‘এই জন্যই আমরা আমাদের সামরিক শক্তিকে শক্তিশালী করছি।’’
প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ‘‘যদি চীন বা অন্য কোনো দেশ সঙ্গতিপূর্ণ শক্তির সামনে দাঁড়ায়, তাহলে আমাদের শক্তিশালী হতে হবে।’’ এই শক্তির মাধ্যমেই বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেন তিনি। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র আবারও বিশ্বের সামরিক শক্তিতে প্রাধান্য প্রতিষ্ঠার কথা উল্লেখ করেছে।
এমন পরিস্থিতিতে, বিশ্বে দুই বৃহত্তম শক্তির মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায়, সামরিক শক্তির প্রস্তুতির পাশাপাশি কূটনৈতিক পথও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তথ্যসূত্র : নিউ ইয়র্ক পোস্ট