মদ নিষিদ্ধ করলেও সমকামীদের স্বাগত জানাবে সৌদি আরব

২০৩৪ বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ সৌদি আরব স্পষ্ট জানিয়ে দিয়েছে, টুর্নামেন্ট চলাকালীন দেশে কোথাও মদ বিক্রি করা হবে না, এমনকি হোটেলেও নয়। তবে সমকামী দর্শকদের স্বাগত জানাবে দেশটি। মুসলিম সংস্কৃতির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে আয়োজক দেশটি।

ইংল্যান্ডে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন বান্দার আল সৌদ জানিয়েছেন, বিশ্বকাপে অংশ নিতে আসা সমকামী দর্শকদের নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হবে না। তিনি বলেন, “সৌদিতে আমরা সবাইকে বরণ করে নেব। এটা শুধু আমাদের আসর নয়, এটা বৈশ্বিক আসর। বৃহত্তর দৃষ্টিকোণ থেকে আমরা সবাইকে স্বাগত জানাতে চাই।”

সৌদি আরবের এমন সিদ্ধান্ত নিয়ে ইতোমধ্যে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। একদিকে মদ নিষিদ্ধের সিদ্ধান্তকে অনেকে স্বাগত জানালেও, অন্যদিকে এটি পশ্চিমা দর্শকদের জন্য কিছুটা অস্বস্তিকর হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে সৌদি আরব তাদের সংস্কৃতি ও মূল্যবোধ বজায় রেখেই বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা করছে।