
ঝিনাইদহ: ঝিনাইদহ জেলা প্রশাসক (ডিসি) এস এম রফিকুল ইসলামের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও অফিস ঘেরাও করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। এর পরিপ্রেক্ষিতে তিনদিনের ছুটি নিয়ে অফিস ছেড়ে চলে গেছেন ডিসি।
রোববার (১৮ আগস্ট) সকাল ১১টা থেকে ঝিনাইদহ জেলা প্রশাসনের অফিস ঘেরাও করে বিক্ষোভ চলছে।
আন্দোলনকারীরা সকাল ১১টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে বিক্ষোভ শুরু করেন।
ঝিনাইদহ ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু হুরায়রা, এলমা খাতুন, রত্না খাতুনসহ অনেকে এ বিক্ষোভে অংশ নিয়েছেন।
এদিকে আন্দোলনের চাপে দুপুরে তিনদিনের ছুটি নিয়ে অফিস থেকে চলে গেছেন ডিসি রফিকুল ইসলাম।