প্রকাশ্যে কোরআন পোড়ানো সেই ব্যক্তির পরিণতি যা হলো

সুইডেনে প্রকাশ্যে কোরআন পোড়ানোর মাধ্যমে আলোচনায় আসা ইরাকি বংশোদ্ভূত সালওয়ান মোমিকা গুলিতে নিহত হয়েছেন। বুধবার (২৯ জানুয়ারি) রাতে সোডারতালজে শহরের একটি অ্যাপার্টমেন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে সুইডেনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এসভিটি।

স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, ৩৮ বছর বয়সী মোমিকাকে তার নিজ অ্যাপার্টমেন্টে গুলি করা হয়। স্টকহোম পুলিশের মুখপাত্র জানিয়েছেন, প্রায় ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়, পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সালওয়ান মোমিকা নিজেকে ‘উদার নাস্তিক সমালোচক ও চিন্তাবিদ’ হিসেবে পরিচয় দিতেন। কোরআন পোড়ানোর ঘটনায় আন্তর্জাতিক সমালোচনার মুখে তিনি সুইডেন ছেড়ে নরওয়েতে আশ্রয় নেওয়ার পরিকল্পনা করছিলেন বলে জানা যায়।