বাংলাদেশিদের জন্য বন্ধ হতে পারে অনেক দেশে যাওয়ার সুযোগ

টুরিস্ট ভিসা নিয়ে বাইরে গিয়ে স্থায়ীভাবে থেকে যাওয়ার প্রবণতার জন্য বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে যেতে পারে অনেক দেশে যাওয়ার সুযোগ।

বছরে দুই একবার ছুটিতে দেশের বাইরে যারা ঘুুরে বেড়াতে পছন্দ করেন সম্প্রতি তারা নানা ভোগান্তিতে পড়ছেন। এমনই এক ভ্রমনপিপাসু বলেন, অ্যাম্বাসিকে বিশ্বাস করাতে কষ্ট হয় যে আমরা সত্যিকারের ঘুরতে যাচ্ছি। আমাদের বিভিন্নরকম প্রমাণপত্র দেখাতে হয়। অনেক অ্যাম্বাসি আপনার দেশের অফিস দেখতে চায়৷

আরেক ভুক্তভোগী বলেন, অনেকে টুরিস্ট সেজে বিভিন্ন দেশগুলোতে গিয়ে অবৈধভাবে বসবাস ও চাকরি করছে যার ফলে আমরা যারা সত্যিকারের টুরিস্ট আছি তারা ভুক্তভোগী হচ্ছি৷

গেল কয়েকবছরে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বন্ধ বা সীমিত হয়েছে বেশ কয়েকটি দেশের দরজা। এই তালিকায় আছে, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কম্বোডিয়াসহ মধ্য এশিয়ার একাধিক দেশ। তালিকার সর্বশেষ সংযোজন ভিয়েতনাম।Tourism guides

সংশ্লিষ্টরা মনে করেন, পর্যটনের নামে এক শ্রেনী চক্রের আদম ব্যবসায়ীর জন্য দায়ী। অভিযোগ আছে সরকারও তেমন মনোযোগী না এ বিষয়ে। আটাবের সাধারণ সম্পাদক আফসিয়া জান্নাত সালেহ বলেন, অসৎ উদ্দেশ্যে টুরিজমের নাম দিয়ে লোক পাঠিয়ে দেয়, সেই লোক আর ফেরত না আসলে বাংলাদেশের প্রতি সেই দেশের একটি নেগেটিভ প্রভাব পড়ে। ফলে যারা সত্যিকারের টুরিস্ট তারা বিপাকে পড়ে। তারা ভিসা পেতে ঝামেলায় পড়ে।

তবে অভিযোগ থাকলেও আলোচনা ছাড়া ভিসা বন্ধ করাটা সমীচীন নয় বলে মন্তব্য করেন ট্যুর অপারেটররা। তারা জোর দিতে চান সচেতনতা বৃদ্ধিতে। তারা আশা ব্যক্ত করছেন সরকারের উদ্যোগে এই সংকটের উন্নয়ন ঘটবে।

সূত্র: চ্যানেল২৪