বাংলাদেশি লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের নতুন বই ‘Fulkumari: The Tale of a Refugee and a Rat in Pandemic Paris’ পাঠকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। বইটি ইতোমধ্যে অ্যামাজনের “হিস্টোরিক্যাল ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া বায়োগ্রাফি” বিভাগে দ্বিতীয় সেরা বিক্রিত বইয়ের মর্যাদা পেয়েছে। গ্লোবাল র্যাংকিংয়ে এর অবস্থান ২৯,১২৮।
বৃহস্পতিবার(১৬ জানুয়ারি) পিনাকী ভট্টাচার্যকে অভিনন্দন জানিয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, “অভিনন্দন পিনাকী।” সাথে তিনি অ্যামাজনের স্ক্রিনশটও শেয়ার করেন।
বইটি সম্পাদনা করেছেন ডেভিড সেলিম সেয়ার্স। এতে প্যারিসে অবস্থানরত এক বাংলাদেশি শরণার্থীর কাহিনি তুলে ধরা হয়েছে। মহামারির একাকিত্ব কাটাতে তিনি একটি ইঁদুরের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন, যার নাম রাখেন ‘ফুলকুমারী’। প্রতিদিন ফুলকুমারীকে গল্প শোনানোর মাধ্যমে তিনি নিজের জীবনের নানা অধ্যায়, যেমন বিপ্লব, দুর্ভিক্ষ, মুক্তিযুদ্ধ এবং পরিবারের স্মৃতি বর্ণনা করেছেন।
পিনাকী ভট্টাচার্য তার বইয়ের সাফল্যে অত্যন্ত উচ্ছ্বসিত। ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, বইটি অ্যামাজনের সেরা তালিকায় উঠে এসেছে এবং গ্লোবাল র্যাংকেও ভালো অবস্থানে রয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন, আরও ভালো ফলাফল অর্জন করতে পারবেন।