সীমান্তে চরম উত্তেজনার মাঝেই জরুরি নতুন নির্দেশনা

ভারত ও বাংলাদেশ সীমান্তে উত্তেজনা এখনও পুরোপুরি প্রশমিত হয়নি। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী, ভারতের বিএসএফ এবং বাংলাদেশের বিজিবি, উত্তেজনা বিদ্যমান রয়েছে। এর মধ্যেই বিএসএফকে নতুন নির্দেশ দেওয়া হয়েছে।Travel packages

জলপাইগুড়ি সীমান্তের দায়িত্বে থাকা বিএসএফের সূত্র অনুযায়ী, বাংলাদেশের আপত্তি থাকলেও সীমান্তে বেড়া দেওয়ার কাজ কোনোভাবেই থামানো যাবে না। প্রতিবাদ জানালে তা উচ্চতর কর্তৃপক্ষের কাছে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, জলপাইগুড়ি সীমান্তের প্রায় ২০ কিলোমিটার এলাকা এখনও বেড়াহীন। ইতোমধ্যে ২০২৪ সালে কাজ শুরু হয়েছে। সমস্যাগুলোর সমাধান করা হচ্ছে, আর যাঁরা জমি দিতে চাইছেন না, তাঁদের ক্ষতিপূরণ হিসেবে বাজার মূল্যের পাঁচগুণ অর্থ দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে।

ভারত জানিয়েছে, পূর্বের সমঝোতার ভিত্তিতে এবং প্রোটোকল মেনেই সীমান্তে বেড়া দেওয়ার কাজ চলছে। এই বেড়া আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে নয়াদিল্লি।

Travel packages
বাংলাদেশের পক্ষ থেকে প্রতিদিন সীমান্ত পরিস্থিতি নিয়ে মন্তব্য আসছে। মঙ্গলবার বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, বিএসএফ-বিজিবির ডিজি পর্যায়ের বৈঠকে “অসম চুক্তি” নিয়ে আলোচনা হবে। এ ছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, আলোচনার মাধ্যমে কিছু বিষয়ে ছাড় দেওয়ার সম্ভাবনা রয়েছে।

উভয় দেশের মধ্যে উত্তেজনার মাঝেও সীমান্তে বেড়া দেওয়ার কাজ থামাতে চায় না ভারত।

সূত্র: আনন্দবাজার পত্রিকা