সাবেক প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় তার ব্যক্তিগত জীবন ও পরিবার নিয়ে দেশের ভিতরে চলা বিভিন্ন অভিযোগ নিয়ে তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন সোমবার (১৩ জানুয়ারি)। সেখানে তিনি তাঁর বিবাহ বিচ্ছেদের সংবাদ জানান। তিনি বলেন, ক্রিস্টিন এবং আমি আর একসঙ্গে নেই।
এছাড়াও তিনি বলেন, তার পরিবারের বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে। সাম্প্রতিক সময়ে একটি ভুয়া এফবিআই রিপোর্টের দাবি করে তার বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানো হচ্ছে।
তিনি বলেন, তারা যে এফবিআই এজেন্টের নাম উল্লেখ করেছে, তিনি বহু বছর আগে অবসর নিয়েছেন। এছাড়া যাকে জাস্টিস ডিপার্টমেন্টের আইনজীবী হিসেবে উল্লেখ করা হয়েছে, তিনি ২০১৩ সালেই মারা গেছেন। এটা থেকেই স্পষ্ট যে এই রিপোর্ট সম্পূর্ণ মিথ্যা।
এছাড়া, রিপোর্টে তার নামে উল্লেখিত গাড়িগুলোর তালিকা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। তিনি জানান, তালিকায় থাকা গাড়িগুলোর মধ্যে বেশিরভাগই তিনি ২০ বছরেরও বেশি সময় আগে বিক্রি করেছেন এবং তার কোনো বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট নেই।
জয় আরও বলেন, আমি চ্যালেঞ্জ করছি, যদি তাদের কাছে কোনো প্রমাণ থাকে, তাহলে তা জনসমক্ষে উপস্থাপন করুক।