ফ্যাসিস্ট শেখ হাসিনার যোগসাজসে বাংলাদেশের সীমান্তের ১৬০টি জায়গায় ভারত কাটাতারের বেড়া দিয়েছে বলে অভিযোগ করেছেন রুহুল কবির রিজভী। সোমবার এক দোয়া মাহফিলে সীমান্তে ভারতীদের অপকর্মের কথা তুলে ধরতে গিয়ে এই অভিযোগ করেন।Tourism guides
তিনি বলেন, শেখ হাসিনা ২০১০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত যেভাবে ভারতকে যে সুবিধা দিয়েছে সেই সুবিধার কারণে আপনার অসম যে কাজগুলো করেছে যেটা দুইটি স্বাধীন দেশের মধ্যে আলাপ-আলোচনার ভিত্তিতে যে কাজগুলো করা যায় সেটা না করে জোর করে কাটাতারের বেড়া লাগিয়েছে। আপনাদেরকে আমরা বলে রাখি যে, ১৬০টি জায়গায় শেখ হাসিনার শুধুমাত্র সুবিধা দেয়ার কারণে আমাদের সার্বভৌমত্বকে দূর্বল করে সে ১৬০ জায়গায় কাটাতারের বেড়া দিয়েছে।
আমাদের যে সীমান্ত ৪ হাজারের ৬‘শ কিলোমিটার তার মধ্যে তিন হাজারের বেশি কিলোমিটার জুড়ে কাটাতারের বেড়া দেয়া হয়েছে…৮‘শ ৫৬ টু ৮‘শ ৫৭ কিলো মিটার কাটাতারের বেড়া বাকি আছে। আন্তর্জাতিক যে নিয়ম-বিধি-বিধান এবং দুই দেশের মধ্যে চুক্তি হয়েছে, আলাপ-আলোচনা হয়েছে সেটাও মানছে না…যে শূণ্য রেখা থেকে ১৫০ গজ সীমানার মধ্যে কোনো উন্নয়ন পরিকল্পনা হবে না… হতে গেলেও দুই দেশের মধ্যে আলাপ-আলোচনা করতে হবে… সেটাও না মেনে তারা কাটা তারের বেড়া দেয়ার চেষ্টা করেছে লারমনিরহাটসহ বিভিন্ন জায়গায়।”
রিজভী বলেন, ‘‘এর জন্য যে জনগন দ্বারাতে পারে বাংলাদেশের সীমান্ত রক্ষীর প্রতিরোধের সাথে এই দৃষ্টান্ত শেখ হাসিনার আমলে শেখ হাসিনা করতে দেয়নি। ফ্যাসিজম দিয়ে তার নির্দয়তা দিয়ে তার নির্মমতা দিয়ে তিনি(শেখ হাসিনা) ভারতের সেবা দাস হয়ে কাজ করেছেন।”Tourism guides
‘‘উনি একটা কথা বলতেন, নিজের দলের লোকদেরও বলেছেন, যে আমার দলের লোকদের মধ্যে অনেককে কেনা যায় কিন্তু শেখ হাসিনাকে কেনা যায় না। আরে আপনাকে তো সবার আগে কেনা যায়… ভারত আপনাকে সবার আগে কিনেছে… কেনার কারণে আপনার নিজের দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং গৌরবকে আপনি পদদলিত করে আপনি ভারতকে অসম কাজ করার সুযোগ-সুবিধা দিয়েছেন।”
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী রিকসা ভ্যান-অটো রিকসা চালক শ্রমিক দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আশু রোগমুক্তি কামনায় এই দোয়া মাহফিল হয়।৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবে রিকসা-ভ্যান-অটো রিকসার চালকদের ভূমিকা ও আত্মত্যাগ এবং আহত হওয়ার বী্রত্বের কথাও স্মরণ করেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তাদের পাশে থাকার অঙ্গীকারের কথাও পূনর্ব্যক্ত করেন রিজভী।
আলমগীর হোসেন মন্টুর সভাপতিত্বে দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারি শামসুর রহমান শিমুল বিশ্বাস, মাহবুবুর রহমান সমুন, আবদুস সাত্তার পাটোয়ারিসহ অটো রিকসা ভ্যান শ্রমিকরা বক্তব্য রাখেন।