এবি পার্টির সাধারণ সম্পাদক মজিবুর রহমান মঞ্জু বলেছেন, অন্তত ৬ বারের মত ঘটনা এমন ঘটেছে যে বেগম জিয়া আর বাঁচবেন কিনা, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে উনি গিয়েছেন।
সম্প্রতি বেসরকারি টিভি চ্যানেলের এক টকশো অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মজিবুর রহমান বলেন, বেগম জিয়াকে যেদিন জোর করে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়, সেই দৃশ্য আমরা কেউ ভুলতে পারি না৷ যখন আরাফাত রহমান কোকোর লাশ আসলো। আমরা ম্যাডামকে সান্ত্বনা দেওয়ার জন্য উনার সাথে দেখা করতে গিয়েছিলাম৷ কি কঠিন সময়টা পার করেছেন উনি। অনেক সিনিয়র নেতাকর্মীরা দিনের পর দিন সেখানে ছিলেন। বেগম জিয়া শোকাগ্রস্ত ছিলেন, কিন্তু সেই অবয়ব তিনি কারো সামনে দেখান নাই।
তিনি বলেন, উনার চিকিৎসকের কাছ থেকে শুনেছি, অন্তত ৬ বারের মত ঘটনা এমন ঘটেছে যে ম্যাডাম আর বাঁচবেন কিনা, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে উনি গিয়েছেন। একটা অন্তিম জায়গা থেকে উনি ফিরে এসেছেন। উনি বলতে বলতে আবেগে আপ্লুত হন। উনাকে এমন কোনো হেনস্তা নেই যা করা হয় নাই। একটা জটিল, বিভ্রান্তিকর মামলা দিয়ে বছরের পর বছর শাস্তি দেওয়া হয়েছে, বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে।
তিনি আরও বলেন, এমনও হয়েছে হাসপাতাল থেকে এম্বুলেন্স সাপোর্ট চাওয়ার পরও তা দেওয়া হয় নাই। যেটা মেডিকেল নরমসের ভায়োলেশন। উনার মৃত্যু, বয়স নিয়েও কটাক্ষ করেছেন। আমরা মনে করতাম, আর বুঝি নতুন ভোর আসবে না৷ কিন্তু এখন ধৈর্যের ফল দেখতে পাচ্ছি আমরা।