মওদুদ আহমেদের স্ত্রী হাসনা জসীমউদ্দীন মওদুদ বলেন, বেগম খালেদা জিয়া হয়ত খুব উচ্চ শিক্ষিত না। কিন্তু তার যে পরিমাণ বিচক্ষণতা আছে। সেটা খুব কম শিক্ষিত মহিলারই আছে।
তিনি বলেন, বেগম জিয়া কিন্তু কখনোই বিকিয়ে যান যাননি। তিনি ছিলেন একেবারেই আপোষহীন নেত্রী। তিনি আপোষহীন ছিলেন ন্যায়ের পথ, অন্যায়ের পথে না। তার ছিল গণতন্ত্রের প্রতি আস্থা। দেশের মানুষ তাই তাকে এতো ভালো বাসেন। তিনি একজন পরীক্ষিত নেত্রী। এখানে ডিগ্রী কোন বিষয় না। তিনি আমাদের নেতা জিয়াউর রহমানের কাছ থেকে হয়ত দেখে দেখে অনেক কিছু শিখেছেন। যেটা আমরা জানতাম না। সেটা হয়ত আল্লাহ প্রদত্ত শক্তি। তা না হলে তিনি এতো সাহস কোথায় পেলেন।
হাসনা মওদুদ বলেন, আমি আশা করি যে, বিএনপি তার প্রতি সম্মান দেখিয়ে তাকে আরোও দেশের জন্য কাজ করার সুযোগ দিবেন। যেন চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে দেশকে গণতন্ত্রের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে পারেন।
তিনি আরোও বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান। তাকে অবমূল্যায়ন করলে চলবে না। সে কোথা থেকে এসেছে। তাই আগামীতে তার থেকেও অনেক চমক দেখতে পাবে দেশবাসী।
হাসনা মওদুদ তার স্বামী মওদুদ আহমেদকে স্মরণ করে বলেন, আমার স্বামী থাকলেও হয়ত আজ একই কথা বলতেন যে, এখন একটা সুযোগ এসেছে। দেশকে কিছু দেওয়ার।