বাংলাদেশে ফিরছেন মেজর ডালিম!

দীর্ঘ ৫০ বছর আড়ালে থাকা মেজর ডালিম অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবের লাইভে আসেন ।কথা বলেছেন মুক্তিযুদ্ধসহ অনেক কিছু নিয়ে।

সোমবার (৬ জানুয়ারি) রাতে ইউটিউবে এক ভিডিওতে প্রবাসী লেখক,ব্লগার,সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য মেজর ডালিমের দেশে ফেরার বিষয়ে কথা বলেন।

তিনি বলেন, আমাকে সুইডেনের বড় ভাই যিনি মেজর ডালিমের শিষ্য, তিনি বলেন মেজর ডালিমকে তো দেশে আনা দরকার।

উনি (মেজর ডালিম) অবশ্যই দেশে আসবেন। আমাদের দেশে নতুন সংবিধান লিখলে ১৫ আগস্টকে বিপ্লবী অভ্যুত্থানের মর্যাদা দেব। আগের রায়, বিচার, সবকিছু ইনভ্যালিড হয়ে যাবে। তিনি তখনই বীরের বেশে দেশে ফিরবেন। ২৪ এর বিপ্লব যারা রচনা করেছে তাদের অনেকের আইডল ছিলেন মেজর ডালিম। অন্তত আমার তো ছিলেনই। উনার নাম আমরা আকাশে তুলে রাখবো ঈশা খান, তিতুমীর, হাজী শরিয়তউল্লার কাছে।

ভিডিও: https://youtu.be/pZskST8J5Jc?si=e7e9-RPorNxu4w4D

পিনাকী আরও বলেন, বাংলাদেশে যতবার জালিম আসবে ততবার মেজর ডালিমেরা জন্মাবে। কখনো তাদের নাম হবে আবু সাঈদ, কখনো তাদের নাম হবে মীর মুগ্ধ, কখনো তাদের নাম হবে ওয়াসিম। আমরা একেকটা তারার নাম দেব এই বীরদের নামে। ২৪ এর বিপ্লব একটা প্রকৃত বিপ্লব হয়ে উঠবে, যদি আমরা নতুন সংবিধান লিখে মেজর ডালিমকে দেশে ফিরিয়ে আনতে পারি। সেইদিন হবে বিপ্লবের প্রকৃত বিজয়।