প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টকশোতে দীর্ঘদিন আড়ালে থাকা বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল (অব.) শরিফুল হক ডালিম (বীর উত্তম) কথা বলেছেন। তিনি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার অভিযোগে অভিযুক্ত। লাইভে ৫০ বছরের সব প্রশ্নের উত্তর দিয়েছেন মেজর ডালিম।
মেজর ডালিমের সাক্ষাৎকারের পরের দেশজুড়ে আলোচনায় টক অব দ্য কাউন্টিতে পরিণত হন মেজর ডালিম।সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের কাপ সর্বত্র আলোচনায় মেজর ডালিম ইস্যু।
খোদ স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর ডালিম ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছেন।যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর ডালিম ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের কোন উত্তর দেননি।
পোস্ট দেখতে:https://www.facebook.com/minhazul/posts/pfbid04fFNtCaGuUygBMoD8KLVohHeYen2WnEsEfQiuRsuJEmYT3KNY9VKiUo281fAEm5Fl?rdid=psapCIhXhODEyevl#
সারাদিন সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা যাকে মেজর ডালিম বলে মন্তব্যের তীর ছুঁড়ে দিয়েছেন, এবার সেই মিনহাজুল আরেফিন সিদ্দিক সোমবার সন্ধ্যা ৬টায় নিজের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেছেন।