বিশেষ ছাড়ে আইফোন বিক্রির ঘোষণা

বেশ কিছুদিন ধরেই চীনের স্মার্টফোন বাজারে দুর্বল হয়ে পড়েছে অ্যাপল, স্থানীয় ব্র্যান্ডগুলো সে জায়গা দখল করে নিয়েছে। এর প্রভাব পড়েছে কোম্পানিটির আর্থিক অবস্থায়ও।

২০২৪ সালে চীনে অ্যাপলের মোট আয় আগের বছরের তুলনায় ৩ শতাংশ কমেছে। আর এ কারণেই এক নতুন অফার নিয়ে এসেছে টেক জায়ান্ট অ্যাপল।

আগামী ৪ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত চীনা নববর্ষে বিশাল ডিসকাউন্ট প্রচারণা চালু করেছে অ্যাপল। বৃহস্পতিবার এক বিবৃতিতে অ্যাপল জানিয়েছে, এ প্রচারণার অংশ হিসেবে ক্রেতার প্রতিটি আইফোন ১৬ প্রো’তে ৫০০ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় ৮ হাজার ১৭৮ টাকা) এবং আইফোন ১৬ প্রো ম্যাক্সে ৪০০ ইউয়ান ((বাংলাদেশি মুদ্রায় ৬ হাজার ৫৪৩ টাকা) ছাড় উপভোগ করবেন। পাশাপাশি অন্যান্য আইফোন ১৫, আইফোন ১৪, ম্যাকবুক, আইপ্যাড, অ্যাপল ওয়াচ, এয়ারপডস ও অ্যাপল পেন্সিলেও রয়েছে বিশেষ ছাড়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিশ্বের সবচেয়ে বড় স্মার্টফোন বাজার চীনে নিজেদের আধিপত্য রক্ষায় অ্যাপলের প্রচেষ্টার প্রতিফলন এই ছাড় কৌশল। বিশেষ করে স্থানীয়ভাবে তৈরি চিপসেট দিয়ে প্রিমিয়াম সেগমেন্টে ফিরে আসার পর থেকে হুয়াওয়ে একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে।