ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পূজা চেরি। ক্যারিয়ারের প্রথম থেকেই দারুণ সব সিনেমা উপহার দিচ্ছেন দর্শকদের। অল্প সময়েই জায়গা করে নিয়েছেন দর্শকহৃদয়ে। আবার সোশ্যাল মিডিয়ায়ও বেশ সক্রিয় তিনি। সহজেই সেখানে ব্যক্তিগত ও ক্যারিয়ারবিষয়ক বিভিন্ন আপডেট জানান এ নায়িকা।
অভিনয়গুণে ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থানে জায়গা করে নিয়েছেন পূজা চেরি। কিন্তু তার এই খ্যাতিকে অসাধুভাবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তুললেন তিনি। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে জুয়ার ব্যবসার বিজ্ঞাপনে নাম ব্যবহার করা হচ্ছে তার। এমনটাই জানিয়েছেন ‘দহন’ খ্যাত এ অভিনেত্রী।
সম্প্রতি ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে সতর্কবার্তা হিসেবে পূজা চেরি লেখেন, ‘কতিপয় কিছু অসাধু পেজ থেকে আমার ছবি ব্যবহার করে অনলাইন জুয়া ও গেমিং অ্যাপের প্রোমোশন করছে। যার সঙ্গে আমি ব্যক্তিগতভাবে যুক্ত কিংবা অবগত নই। সুতরাং আমি খুব শিগগিরই আইনি ব্যবস্থা নেব।’ সবশেষ লিখেছেন, ‘আপনারা কেউ প্রতারিত হলে সেটার জন্য আমি দায়ী থাকব না। ধন্যবাদ।’
এদিকে তার এই পোস্ট নজর কেড়েছে নেটিজেনদের। তারাও সোচ্চার হয়েছেন। ফলে প্রতারকদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেয়ার জন্য মন্তব্যের ঘরে পরামর্শ দিয়েছেন তারা।
উল্লেখ্য, বাংলাদেশের সংবিধান ও আইন অনুযায়ী জুয়া খেলা নিষিদ্ধ। আবার এর বিজ্ঞাপন কিংবা প্রোমোশনে জড়িত থাকাও একপ্রকার অপরাধ। এ কারণেই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চিত্রনায়িকা পূজা।
প্রসঙ্গত, মাত্র ১৪ বছর বয়সে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে শিশুশিল্পী থেকে চিত্রনায়িকা হিসেবে বড়পর্দায় অভিষেক হয় পূজার। প্রতিষ্ঠানটি থেকে ‘দহন’, ‘পোড়ামন-২’ ও ‘নূর জাহান’ সিনেমায় অভিনয় করেন তিনি। ক্যারিয়ারের প্রথম তিন সিনেমা দিয়েই বাজিমাত করেন।