শেখ হাসিনা নিজেকে ফেরাউনের মতো ভেবেছিল: সারজিস আলম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ও জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, শেখ হাসিনা নিজেকে ফেরাউনের মতো ভেবেছিল। আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে। পাপ করলে পাপের শাস্তি ভোগ করতে হবে।

সোমবার ঢাকা বিভাগে শতাধিক শহিদ পরিবারকে দ্বিতীয় ধাপে আর্থিক সহায়তা দেওয়া অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে শহিদদের পরিবার আর্থিক সহায়তা চায় না, তারা চায় হত্যার বিচার। ছাত্র-জনতার অভ্যুত্থান ঘিরে শহিদদের হত্যাকারীদের বিচার করা অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় দায়।

তিনি বলেন, শহিদদের বিচার নিয়ে কেউ সমঝোতার চেষ্টা করবেন না। শহিদদের বিচার করা না গেলে এটা হবে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা।

জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বলেন, জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন যতটুকু পারছে সহায়তা করছে। লিস্ট গ্যাজেট আকারে প্রকাশ করা হয়েছে। মোট ৭৬০ জনকে সহায়তা করা হয়েছে। বাকিদের আবার লিস্ট করে করা হবে।

শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করার দাবি জানিয়ে তিনি বলেন, শহিদদের করা প্রাথমিক তালিকা শিগগিরই গেজেট হবে।