‘খারাপ আচরণ করলে অভিযোগ দিন, প্রবাসীরা আমাদের ভিআইপি’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, দূতাবাসগুলোতে যেসব কর্মকর্তার আচরণ খারাপ তাদের বিরুদ্ধে প্রবাসীরা অভিযোগ দিন। প্রবাসীরা আমাদের সম্পদ, তারা আমাদের ভিআইপি।

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে প্রবাসী ভবনে জুলাই ও আগস্টে সংযুক্ত আরব আমিরাত থেকে কারামুক্ত হয়ে দেশে ফেরত আসা কর্মীদের মাঝে চেক হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। চেক হস্তান্তর অনুষ্ঠানে ১৮৮ জনকে ৫০ হাজার করে টাকার চেক তুলে দেওয়া হয়। তবে এই তালিকার বাইরে যারা তালিকায় নাম তুলতে পারেননি তাদের মন্ত্রণালয়ে যোগাযোগ করার পরামর্শ দেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

আসিফ নজরুল বলেন, ‘আপনারা সুন্দর একটি কাগজে অভিযাগ দেন। আমরা ফরেন মিনিস্ট্রিতে দেব। আমি মনে করি, আপনাদের এই বিপদের সময় যদি কেউ আপনাদের সাহায্য ও সেবা দেওয়ার পরিবর্তে শত্রুতামূলক আচরণ করে থাকে, তবে তার চাকরির ক্ষেত্রে শুধু নয় তার বিচার হওয়া উচিত।’

তিনি বলেন, ‘আপনাদের যে দুর্ভোগ আছে, সেটা অনেকাংশে কমানোর চেষ্টা করছি। এই সরকার সব সময় মনে করে, প্রবাসীরা আমাদের সম্পদ, তারা আমাদের ভিআইপি। আমরা সেটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে যাচ্ছি। আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। তা আপনাদের জানিয়ে দিচ্ছি। আরও কিছু কাজ আছে সেগুলো বাস্তবায় করতে সময় লাগবে।’