বলিউডে একটা সময় তিনি ‘অ্যাংরি ইয়ং ম্যান’ ছিলেন ইন্ডাস্ট্রির। অভিনেত্রী জয়া বচ্চনকে বিয়ে করেছিলেন ঠিকই, তবে সুন্দরী নায়িকাদের নিজের বাহুডোরে নিয়ে ঘুরতেন। একসময় ‘ক্যাসানোভা’ তকমাও পেয়েছিলেন বলিউডে। বলছি ‘বিগ বি’ অমিতাভ বচ্চনের কথা।
পর্দায় রাগান্বিত অমিতাভ কিন্তু ব্যক্তি জীবনে ছিলেন দারুণ রোমান্টিক ধাঁচের মানুষ। তার প্রেমজীবন নিয়ে বেশ কিছু গসিপ ভেসে বেড়ায় শোবিজ অঙ্গনে কিন্তু সেসব অধ্যায় বচ্চন পরিবার চিরকাল লুকিয়েই এসেছে। প্রকাশ্যে আসতে দেয় না। যেমন একটি ঘটনা প্রকাশ্যে এসেছিল বহু আগে এবং বেশ তোলপাড় ফেলেছিল মিডিয়ায়। কোনো এক পার্টিতে নবাগত নায়িকা অমৃতা সিংকে জোরপূর্বক চুমু দেন অমিতাভ। যে ঘটনায় অমৃতাও বেশ অস্বিতিতে পড়েছিলেন।
বলিউডের ছোট নবাব সাইফ আলি খানের প্রাক্তন স্ত্রী অমৃতা সিং। অমৃতা সইফের চেয়ে ১৩ বছরের বড় এবং তার অনেক আগে থেকে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। সে সময় একটি সিনেমায় অমিতাভের সঙ্গে অভিনয় করেছিলেন অমৃতা। নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করতে গিয়ে একে-অপরের খুব ভাল বন্ধু হয়ে উঠেছিলেন অমিতাভ-অমৃতা। বিষয়টি তখন বিনোদন পত্রিকাগুলিতেও ছাপা হয়েছিল।
মাসালা ডটকমের প্রতিবেদন অনুসারে, সেই সময় মেলামেশা ভালই চলছিল অমিতাভ-অমৃতার। দুজনের সিনেমা শেষ হওয়ার পর মধ্যরাতে একটি পার্টিতে গিয়েছিলেন অমিতাভ-অমৃতা। সেই পার্টিতে হাজির ছিলেন আরও এক অভিনেতা। সেই অভিনেতার সঙ্গে পার্টিতে নাচতে-নাচতে বেশ ঘনিষ্ঠ হয়ে গিয়েছিলেন অমৃতা। তা দেখে একেবারেই সহ্য করতে পারেননি অমিতাভ। ঈর্ষায় জ্বলছিল তার শরীর। অমৃতাকে নিজের কাছে নিয়ে আসতে চেয়েছিলেন অমিতাভ। শেষমেশ তাকে নিজের বাহুডোরে নিয়ে এসে ঠোঁটে জোর করে চুমু খেয়েছিলেন অমিতাভ।