হাসিনার জনসভা বলে ছড়িয়ে পড়া ভিডিওর সত্যতা জানা গেল

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও শর্ট ভিডিও শেয়ারের প্ল্যাটফর্ম টিকটকে সম্প্রতি একটি জনসমাগমের ভিডিও প্রকাশ করা হয়েছে। যেখানে দাবি করা হয়েছে, লাখ লাখ মানুষের ওই জনসমাগম আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জনসভাকে ঘিরে।

‘শেখ হাসিনার জনসভায় কোটি মানুষের জনসমাগম’ শিরোনামে প্রচারিত ওই ভিডিওটি ইতোমধ্যে ১০ লাখেরও বেশিবার দেখা হয়েছে। সেই সঙ্গে ভিডিওটিতে ৭৫ হাজারেরও বেশি অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি প্রায় ৩ হাজার বার ভিডিওটি শেয়ার করা হয়েছে।

এর আগে ২০২৩ সালেও আলোচিত ভিডিওটি প্রচার করা হয়েছিল। ওই সময়ও একই দাবিতে ইন্টারনেটের বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিওটি প্রচার করা হয়। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সামাজিক মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচার করা ভিডিওটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় মানুষের জনসমাগমের নয়, বরং এটি ২০২৩ সালে ভারতের ওড়িশা রাজ্যের পুরী শহরে অনুষ্ঠিত একটি রথযাত্রার ভিডিও।

অনুসন্ধানে ভিডিওটির কিছু কী-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ‘নিউ-এজ স্প্রিচ্যুয়ালিটি (New-age spirituality) নামের একটি ইউটিউব চ্যানেল পাওয়া যায়। যেখানে ২০২৩ সালের ১ জুলাই ‘রথযাত্রা’ (rathayatra) শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি শর্টস খুঁজে পাওয়া যায়। চ্যানেলটিতে প্রচারিত ওই ভিডিওটির সঙ্গে আলোচিত ভিডিওটির হুবহু মিল রয়েছে। এছাড়াও চ্যানেলটিতে প্রকাশিত ওই ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, ভারতের ওড়িশা রাজ্যের পুরী শহরে অনুষ্ঠিত রথযাত্রার ভিডিও সেটি।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে সেই ভিডিওর সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ‘ট্রাভেলার ভাইয়া জি’ (Traveller Bhaiya Ji) নামের একটি ইউটিউব চ্যানেল পাওয়া যায়। যেখানে ‘রথযাত্রা পুরী ২০২৩ ওড়িশা ড্রোন ভিউ’ (Rath Yatra Puri 2023 (Odisha) Drone View) শীর্ষক শিরোনামে ২০২৩ সালের ২৩ জুন প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ওই ভিডিওটির পারিপার্শ্বিকতা পর্যবেক্ষণ করেও আলোচিত ভিডিওর সঙ্গে সাদৃশ্য পাওয়া যায়। সেই সঙ্গে নিশ্চিত হওয়া যায় যে, সম্প্রতি বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচারিত ভিডিওটি ২০২৩ সালের ২০ জুন ভারতের ওড়িশা রাজ্যের পুরী শহরে অনুষ্ঠিত জগন্নাথ রথযাত্রা আয়োজনের।

অনুসন্ধানকালে ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের ইউটিউব চ্যানেলেও একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। ২০২৩ সালের ২০ জুন প্রকাশিত ওই ভিডিও প্রতিবেদন থেকেও নিশ্চিত হওয়া যায়, জগন্নাথ রথযাত্রা ২০২৩ এর আয়োজন ওই বছর ভারতের ওড়িশা রাজ্যের পুরী শহরে অনুষ্ঠিত হয়েছিল। অর্থাৎ, সম্প্রতি বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচারিত ভিডিওটি শেখ হাসিনার কোনো জনসমাবেশের নয়। এমন দাবিতে ভারতের ওড়িশার রথযাত্রার ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা।