‘পুষ্পা’ তারকা ও তেলেগু সুপারস্টার অল্লু অর্জুনকে গ্রেপ্তারের পর হাসপাতালে নেওয়া হয়েছে। গত ৪ ডিসেম্বর হায়দরাবাদে ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক জনের মৃত্যু হয়। আহত হন বেশ কয়েকজন। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন অর্জুন। এ ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।
এর পরপরই তাকে গান্ধী হাসাপাতালে নিয়েছে পুলিশ। দেশটির সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের তথ্য মতে, সেখানে তার শারীরিক চেকআপ হবে।
জানা যায়, বুধবার (৪ ডিসেম্বর) হায়দরাবাদে ছিল নতুন এ সিনেমার প্রিমিয়ার শো। যেখানে উপস্থিত ছিলেন আল্লু অর্জুন নিজে। আর সেখানেই ঘটে বিপত্তিG হায়দরাবাদে পুষ্পা-২ ছবির প্রিমিয়ারে ভিড়ের চাপে প্রাণ যায় রেবতী নামে এ নারীর। গুরুতর আহত হয় তার সন্তান।
রেবতী দিলসুখনগরের বাসিন্দা। স্বামী ভাস্করের সঙ্গে আল্লু অর্জুনের সিনেমার স্ক্রিনিংয়ে অংশ নিতে এসেছিলেন তিনি। সঙ্গে ছিল তাদের দুই সন্তান।
ভারতীয় পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ পুষ্পা-২ সিনেমার প্রিমিয়ারে এসেছিলেন অভিনেতা আল্লু অর্জুন। তাকে দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমায়। পুলিশ ও নিরাপত্তারক্ষীরা ভিড় নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও, ভিড় এতটাই বেড়ে যায় যে সিনেমা হলের মেইন গেটও ভেঙে পড়ে।
বাধ্য হয়ে পুলিশ লাঠিচার্জ করতে শুরু করে। এরপরই হুড়োহুড়ি শুরু হয়। ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যান ৩৫ বছর বয়সী ওই নারী। পদপিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
প্রসঙ্গত, ২০২১ সালের ব্লকবাস্টার সিনেমা পুষ্পার দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা ২’। যার গল্প গড়ে উঠেছে লাল চন্দন কাঠকে ঘিরে। আল্লু ওরফে পুষ্পাকে ধরতে গলদঘর্ম পুলিশ। ৫ ডিসেম্বর ভারতে ১০ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে এই সিনেমা। প্রধান চরিত্রে রয়েছেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা।