শর্ত পূরণ নয়, সাকিবকে দলে না রাখার পেছনে রয়েছে অন্য কারণ

আর মাত্র কয়েক দিন পরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। যেখানে খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। বিসিবিকে দেওয়া তিনটি শর্ত পূরণ না হওয়ায় নাকি এমন সিদ্ধান্ত এই ক্রিকেটারের।

শুক্রবার (২৯ নভেম্বর) দেশের বেসরকারি একটি গণমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।প্রতিবেদনে বলা হয়েছিল, দেশের মাটিতে খেলার স্বাধীনতা, ব্যাংক অ্যাকাউন্ট উন্মুক্ত করে দেওয়া এবং দেশে ফেরা ও বিদেশে যাওয়ার নিশ্চয়তা চেয়েছিল সাকিব। এই তিনটি বিষয়ে অনুমোদন পেতে সরকারকে রাজি করাতে বিসিবিকে অনুরোধ করেছিলেন। কিন্তু এই বিষয়ে কোনো সমাধান দিতে পারেনি বিসিবি।

যার ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ওয়ানডে সিরিজ খেলা হচ্ছে না বাঁ-হাতি অলরাউন্ডারের। তাকে ছাড়াই স্কোয়াড অনুমোদন করেছেন বিসিবি সভাপতি। এ ব্যাপারে বিসিবি সভাপতি ফারুক আহমেদের বরাত দিয়ে গণমাধ্যমটিকে জানিয়েছিল, আমরা চাইলেই অনেক কিছু করতে পারি না। সাকিব দেশে খেলতে পারে না, সে দলের সঙ্গে অনুশীলন করতে পারে না। এভাবে শুধু বিদেশে খেলা চালিয়ে যাওয়া কঠিন।

এর একদিন পর শনিবার দেশের প্রথম সারির একটি দৈনিক প্রত্রিকার অনলাইন সংস্করণে জানানো হয়েছে ভিন্ন কথা। সাকিব যে তিনটি শর্ত দিয়েছে, তা নাকি জানে না বোর্ড কর্মকর্তারা। তার ওয়েস্ট ইন্ডিজ সিরিজের না থাকার পিছনে দেখিয়েছে অন্য কারণ।

মুঠোফোনে গণমাধ্যমটিকে এক বোর্ড কর্মকর্তা বলেন, আমাদের মনে হয়েছে, নানা কারণে এ মুহূর্তে সাকিবের যে মানসিক স্থিতি, সেটি ঠিক খেলার মতো অবস্থায় নেই। ফ্র্যাঞ্চাইজি টি-টেন লিগ খেলা আর জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা এক জিনিস নয়। সে কারণেই আমরা মনে করেছি, সাকিবের ওয়েস্ট ইন্ডিজ সিরিজে না খেলাটাই ভালো। নির্বাচক কমিটিকে বোর্ডের এই মনোভাবের কথা জানানো হয়েছে।

অথচ কয়েক দিন আগে আবুধাবি টি-টেন লিগের উদ্বোধনী অনুষ্ঠানে ওয়েস্ট সিরিজ দিয়ে মাঠে ফেরার কথা জানিয়েছিলেন সাকিব। সে জন্য নিজেকে প্রস্তুতও করেছেন বলে মন্তব্য করেন তিনি। কিন্তু দল ঘোষণার আগে বিসিবির মানসিক স্থিতির অভিযোগটা অজু হাতই বলা যায়।

ক্রিকেটীয় বিবেচনায় সাকিবকে বাদ দেওয়ার কোনো কারণ না দেখলেও বোর্ডের এমন মনোভাবের কারণেই গাজী আশরাফ হোসেনের নির্বাচক কমিটি শেষ পর্যন্ত দলে রাখেনি সাকিবকে। এমনিতে দল নির্বাচনে নির্বাচক কমিটির সিদ্ধান্তে বাইরের প্রভাব থাকার কথা নয়। কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, সাকিবের বিষয়টি ‘স্পর্শকাতর’, তাকে দলে না রাখার সিদ্ধান্ত তাই ‘নীতিনির্ধারণী’ বিষয়ের পর্যায়ে পড়ে।

সে কারণেই নির্বাচক কমিটিকে বোর্ড থেকে এ বার্তা দেওয়া হয়েছে যে তারা যেন সাকিবকে বাদ দিয়ে ওয়ানডে সিরিজের দল নির্বাচন করে। নির্বাচকেরাও সেভাবেই তা করেছেন। এখন শুধু দলটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা হওয়া বাকি।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, নির্বাচকরা এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল বোর্ডে জমা দিয়েছেন। সাকিবকে দলে না রাখতে বোর্ডের নির্দেশনা থাকায় তাতে নেই সাকিবের নাম।