চট্টগ্রামের সাতকানিয়ায় মারধরে আহত হওয়া দেলোয়ার হোসেন ওরফে বগা নামে এক আওয়ামী লীগ কর্মী মারা গেছেন।
সোমবার (২৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।
গত ১৮ নভেম্বর সন্ধ্যায় বগাকে সাতকানিয়ার চরতী ইউনিয়ন এলাকা থেকে তুলে পার্শ্ববর্তী ইউনিয়ন আমিলাইশে নিয়ে মারধর করে দুর্বৃত্তরা। গুরুতর আহত বগাকে ওইদিন চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
মারধরে আহত হওয়ার কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বগার একটি বক্তব্য ছড়িয়ে পড়ে। সেখানে তিনি বলেন, আমি দেখতেছি প্রধানমন্ত্রী হাসিনা যতটুকু এখানে উন্নয়ন করেছেন, এই পৃথিবীতে মনে হয় কেউ করতে পারেনি। আমি দুটি বিয়ে করেছি, কিন্তু আরেকটি বিয়ে করে সন্তান জন্ম দেব। তারা জন্মের পর মুখ থেকে যেন আওয়ামী লীগ শব্দটা বলে, নারী হোক পুরুষ হোক। বুঝতেছেন? আওয়ামী লীগ ক্ষমতায় থেকে যাওয়ার পরে আমাদেরকে যে হয়রানিগুলো করতেছে এগুলো জীবনভর আমাদের মনে থাকবে।
সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুল মোন্নাফ বলেন, কয়েকদিন আগে ওই লোক আহত হয়েছিলেন। আজ (সোমবার) তিনি মারা গেছেন বলে শুনেছি। আহত হওয়ার পর থেকে কেউ অভিযোগ দেয়নি। এখনো কেউ অভিযোগ দেয়নি। পরিবারের অভিযোগ সাপেক্ষে মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, বগা ডাকাতি, মাদক, হত্যা ও মারামারি মামলার আসামি। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতার কারণে আলোচিত ছিলেন বগা দেলোয়ার। ওই সময় নির্বাচনী বহরে হামলার ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলার আসামি তিনি।
সবশেষ গত ২৫ এপ্রিল একটি মাদক মামলার সাজা পরোয়ানামূলে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরবর্তীতে জামিনে বের হয় বগা। গত ৫ আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতন হয়। এরপর সাতকানিয়া থানায় দায়ের হওয়া একাধিক মামলায় তাকে আসামি করা হয়। আলোচিত এই সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে কয়েক সপ্তাহ আগে অভিযান পরিচালনা করেছিল র্যাব। কিন্তু তখন তাকে বাড়িতে পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা এম এ মোতালেবের হয়ে নানা সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছে দেলোয়ার হোসেন বগা। প্রায় প্রতিদিনই প্রতিপক্ষের ওপর হামলা চালিয়েছে বগা বাহিনী। গত তিনমাসে সাতকানিয়ার চরতি-আমিলাইশ এলাকায় অন্তত ২২টি সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তারা।
বগার প্রধান সহযোগী চরতীর বাসিন্দা ডাকাত সাইফুল ইসলাম। তারা দুজনে চরতী এলাকায় একটি বাহিনী তৈরি করে মাদক ব্যবসা, ডাকাতি ও অবৈধভাবে বালি উত্তোলনের সঙ্গে জড়িত। যখন-তখন আগ্নেয়াস্ত্র নিয়ে স্থানীয়দের ওপর হামলার জন্য আলোচিত ছিলে সাইফুল-বগা।
এর আগে ২০১৮ সালে সাইফুল ও বগা বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে ভিটে-মাটি ছেড়ে যায় দক্ষিণ চরতির ১০ পরিবার। নারী ও শিশুসহ এসব পরিবারের প্রায় অর্ধশতাধিক লোকজন দীর্ঘ এক বছর নিজেদের ভিটে বাড়ি থেকে উচ্ছেদ হওয়ার পর উদ্ভাস্তুর মতো দিনযাপন করে। বাড়ি-ভিটে ফিরে পেতে ২০১৯ সালের ২৭ এপ্রিল চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনও করেন উদ্ভাস্তু পরিবারসহ এলাকার বিক্ষুব্ধ লোকজন।