‘গুলি লাগছে সন্তানের বুকে, ছিদ্রটা হয়েছে আমার কলিজায়’

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে বরাবরই নানান ইস্যুতে প্রতিবাদের সুরে কথা বলতে দেখা যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। কখনও নিজের মতামত প্রকাশ করেন, কখনও বা সমাজের মানুষের কাছে বিভিন্ন বিষয়ে প্রশ্ন রাখেন। ছাত্র আন্দোলনের শুরু থেকেই তাদেরকে সমর্থন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব ছিলেন তিনি। রোববার (২৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দিয়েছেন। যেখানে তিনি উল্লেখ করেন, আমরা সব লিপিবদ্ধ করে যাব।

তিনি লিখেন, আমার সন্তানের বুকে গুলি লাগছে, আর ছিদ্রটা হয়েছে আমার কলিজায। মাত্র আট মিনিটের ভিডিওর নিচে চূর্ণ হয়ে যেতে পারে পতিত ফ্যাসিস্টের সব মিথ্যাচার আর প্রোপাগান্ডা নির্মাণ প্রকল্প। এটাই শিল্পের শক্তি, আর এই ছোট্ট ভিডিওটার শক্তি হচ্ছে ‘ট্রুথ’ যথা ‘সত্য’। ভিডিওটিতে মাত্র অল্প কয়টি পরিবারের কষ্ট আমরা দেখেছি।

আন্দোলনে আহত সবার কথা শুনতে হবে উল্লেখ করে ফারুকী বলেন, এ রকম বেদনার গল্প আরও আছে হাজার হাজার। আমাদের সব শহীদ পরিবারের কথা শুনতে হবে, আন্দোলনে আহত সবার কথা শুনতে হবে, শোনাতে হবে সবাইকে।

ফারুকীর ভাষ্য, এই লক্ষ্যেই সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে আসছে ডিজিটাল ওরাল হিস্ট্রি প্রজেক্ট। আমাদের অন্তর্গত বেদনার-ক্রোধের ভার বইবার শক্তি ফ্যাসিস্টের নাই। আমরা লিপিবদ্ধ করে যাব সব, সব।

প্রসঙ্গত, গত ১০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন মোস্তফা সরয়ার ফারুকী।