নতুন ইসির ব্রিফিংয়ের আগে নামানো হলো বঙ্গবন্ধুর ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের নেতৃত্বাধীন কমিশনের দায়িত্ব নেওয়া পর নির্বাচন কমিশন ভবেন প্রথম সংবাদ সম্মেলনের আগেই সভাকক্ষ থেকে নামানো হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফটো। রবিবার (২৪ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভাকক্ষে বিকেল সাড়ে ৩ টায় এই ঘটনা ঘটে।

নতুন কমিশন সুপ্রিম কোর্ট থেকে বিচার বিচারপতির কাছ থেকে শপথ নিয়ে নির্বাচন ভবনে আসেন পৌনে তিনটার দিকে। সাড়ে তিনটায় সাংবাদিকদের সঙ্গে প্রথম ব্রিফ হওয়ার কথা ছিল। তবে দুপুরের আহারের কারণে কমিশন সভাকক্ষে আসেন চারটা দিকে। তার আগেই কর্মচারীরা সভাকক্ষের উত্তরপাশের দেয়াল থেকে বঙ্গবন্ধুর ফটো নামিয়ে ফেলেন। এ নিয়ে কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। কর্মচারীরাও কোনো কোনো কথা বলেননি।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সিইসি পদে অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দীনকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নিয়োগ দেন। নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান সাবেক অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্মসচিব তহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার বলেন,জাতীয় প্রত্যাশা পূরণে আমরা কাজ করবো। সর্বশক্তি দিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করবো। আমার জীবনে কোন ব্যর্থতা নেই।