আগামী দুই মাস সূর্য দেখবেন না এই শহরের বাসিন্দারা

রাত শেষে দিনের সূর্য ওঠার মাধ্যমে শুরু হয় দিন। সূর্যের আলোতে ঝলমলে হয়ে যায় সবকিছু। তবে যুক্তরাষ্ট্রের আলাস্কার উটকিয়াগভি শহরের বাসিন্দারা আগামী দুই মাস সূর্য দেখবেন না। অর্থাৎ দিনের মুখ দেখবেন না তারা।

মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডে জানিয়েছে, গত সোমবার (১৮ জুলাই) শহরটিতে ৩০ মিনিটের জন্য সূর্যের দেখা মিলেছিল। এরপর সেখানে সূর্য অস্ত যায়। ওই সূর্যাস্তের পর সেখানে ‘পোলার নাইট’ শুরু হয়েছে। সেখানে ২০২৫ সালের জানুয়ারির আগ পর্যন্ত আর সূর্য ফিরবে না।

তবে সূর্য দেখা যায় না মানে ২৪ ঘণ্টাই সবকিছু অন্ধকারে ডুবে থাকে না।

এই পোলার নাইট ৬৫ দিন পর্যন্ত থাকে। উত্তর গোলার্ধ থেকে একটি অঞ্চল যত দূরে থাকবে সেখানে পোলার নাইটের সময়ও বাড়বে।

আলাস্কার উটকিয়াগভিতে আগামী ২২ জুন স্থানীয় সময় দুপুর ১টা ১৫ মিনিটে আবারও সূর্য দেখা যাবে বলে জানিয়েছে ফক্স ওয়েদার।

এদিকে ২০২০ সালের শুমারি অনুযায়ী প্রথম শ্রেণির এই শহরটিতে ৫ হাজার মানুষ বাস করেন।

সূত্র: ইউএসএ টুডে