বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, শেখ হাসিনা আওয়ামী লীগকে কবর দিয়েছে। আওয়ামী লীগকে রেখে তিনি পালিয়েছেন। আমাদের এ উপমহাদেশে কোনো রাষ্ট্রনায়ক এভাবে পালানোর অবস্থা দেখিনি।
শনিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার নবীন কিশোর উচ্চ বিদ্যালয় মাঠে এক সভায় তিনি এসব কথা বলেন।
আবুল খায়ের ভূঁইয়া বলেন, গঠনমূলক ও সমৃদ্ধশালী রাষ্ট্র গঠনে আগামী দিনে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সম্পর্ক গড়ে তুলতে হবে। যদি পরিকল্পনা অনুযায়ী আমরা এগিয়ে যেতে পারি, তাহলে এদেশ থেকে দারিদ্র ও বেকারত্ব থেকে দেশকে মুক্ত করতে পারব। মানুষের অধিকার প্রতিষ্ঠার গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা হবে।
সমমনা ঐক্য পরিষদের সভাপতি কামাল হোসেন বিলাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী এইচ আল রশীদ পাটওয়ারী টিটু, সুপ্রিম কোর্টের আইনজীবী নাজমুল করিম রাব্বী, ব্যবসায়ী ইঞ্জিনিয়ার ওমর ছিদ্দিক বেলাল, ছিদ্দিকুর রহমান ও দেলোয়ার হোসেন অপু।