চুরি করে পালাতে গিয়ে ডিবির গাড়িতে ধাক্কা, লুঙ্গির নিচ থেকে বের হলো ছাগল

জামালপুরে মেলান্দহে ছাগল চুরি করে পালানোর সময় পুলিশের গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে হাতেনাতে ধরা খেল আলমগীর (৩৫) নামে এক যুবক। ছাগলটি লুঙ্গির নিচে রেখে সে অটোরিকশা করে যাচ্ছিল।

রোববার (১৭ নভেম্বর) বিকেলে জামালপুরে উপজেলার মালঞ্চ বাজারে এ ঘটনা ঘটে। আলমগীরকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোয়েন্দা পুলিশের একটি দল রোববার দুপুরে উপজেলার দেওয়ানগঞ্জ-জামালপুর মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশায় টহল দিচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে হঠাৎ করে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে এটির ধাক্কা লাগে।

গোয়েন্দা পুলিশের সদস্যরা নেমে অটোরিকশার কাছে গেলে তারা আলমগীর নামে এক ব্যক্তির লুঙ্গির নিচে ছাগল দেখতে পায়। এ খবরে সেখানে জড়ো হয় আশপাশের লোকজন। পরে পুলিশ ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদে ছাগলটি চুরি করেছেন বলে স্বীকার করেন আলমগীর।

তিনি জামালপুর পৌরসভার মুসলিমাবাদ এলাকার মো. আমানউল্লাহর ছেলে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুজ্জামান জানান, ছাগল নিয়ে পালানোর সময় আলমগীরকে গোয়েন্দা পুলিশ আটক করেছে। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।