পরীক্ষায় ফেল করে রাগে স্কুলে হামলা, নি’হ’ত ৮

চীনে স্কুলছাত্রের ছুরিকাঘাতে ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১৭ জন আহত হয়েছেন। শনিবার (১৬ নভেম্বর) চীনের ইয়িংশি প্রদেশের একটি কারিগরি স্কুলে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইয়িংশিং শহরের ওয়ক্সি কারিগরি ইনস্টিটিউট অব আর্টস অ্যান্ড টেকনোলজির ২১ বছরের এক ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গ্রেপ্তারকৃত ওই ছাত্রের এ বছর স্নাতকে ভর্তি হওয়ার কথা ছিল, কিন্তু সে পরীক্ষায় ফেল করে। একারণে ক্ষিপ্ত হয়ে সে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

প্রসঙ্গত, চীনে আগ্নেয়াস্ত্রের ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রিত হলেও ছুরি নিয়ে সহিংস হামলার ঘটনা নতুন কিছু নয়। গত কয়েক মাসে দেশটিতে আরও কয়েকটি হামলার ঘটনা ঘটে। অক্টোবর মাসে শাংহাইতে একটি সুপারমার্কেটে ছুরি নিয়ে হামলা চালিয়ে এক ব্যক্তি তিনজনকে হত্যা করেন। তবে এক সঙ্গে ৮ জনের মৃত্যুর ঘটনা বিরল।