দুইটা কথা মাথায় রাখেন~

সালমান এফ রহমানের মতো ধনকুবের শেষ যাত্রায় ধরা খেয়েছে।

আনিসুল হকের মতো বুদ্ধিমান লোকটাও পালাতে পারেনাই। ওদিকে যেই নেত্রী এবং পিতার আদর্শ নিয়ে আজীবন তাজবী জপলেন সেও আপনার মতো কোটি নেতা-কর্মীর চিন্তা বাদ দিয়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছে! তার না আছে পয়সার অভাব, না আছে সন্তানদের চিন্তা। সবাই নিরাপদ আছে।

কিন্তু,
এইযে দেশের বাইরে থেকে স্বার্থপর নেতা-নেত্রীর দুইটা-একটা বক্তব্য শুনেই আপনারা লাফাচ্ছেন।
১৫ ই আগস্টের প্রিপারেশন নিয়ে ছিলেন। সংখ্যালঘু ভাইদের উপর গেইম খেলার অপচেষ্টা করছেন। আপনাদের ভবিষ্যৎ কি?
সুইস ব্যাংকে কয়শো কোটি আছে আপনার?
কিছুই নাই। যদি থেকেও থাকে, ভোগ করতে পারবেন না। আপনি নিশ্চয়ই সালমান কিংবা আনিসুলের চেয়ে ক্ষমতাবান না।

সময়ের শেষ মূহুর্তে হলেও নিজেকে এবং নিজ পরিবারকে ভালোবাসুন। নেত্রীর ফাঁকা বুলিতে অন্তত দেশের অস্থিতিশীলতা চাইবেন না। দেশটা সুশৃঙ্খল হোক। ভুল করে থাকলে ক্ষমা চেয়ে নিন। আমরা আবেগী বাঙালী নিশ্চয়ই হাসিনার আয়নাঘরের মতো না, আমরা ক্ষমার সৌন্দর্যেই বিশ্বাসী।

Arzu Chowdhury
Tokyo Japan 🇯🇵