মোটরসাইকেলসহ পেট্রোল জ্বা’লিয়ে যুবককে হ’ত্যা, নেপথ্য কারণ জানা গেল

চাঁদার টাকা না পেয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেলসহ সবুজ নামের এক যুবককে নৃশংসভাবে পুড়িয়ে হত্যা করেছে ৫ যুবক।

শুক্রবার (১৫ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ কথা জানান চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান লালন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, এখন পর্যন্ত এ ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পাঁচজন মিলে সবুজকে হত্যা করা হয়েছে বলে স্বীকারোক্তি দিয়েছে গ্রেপ্তারকৃত আসামি সাগর। তদন্তের স্বার্থে এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের নাম প্রকাশ করা হলেও অপর দুজনের নাম গোপন রাখা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, জহুরুল, সাগর ও পাপ্পু।

তিনি জানান, সবুজ হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টার মধ্যে তারা সন্দেহভাজনকে ৪ থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করি। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আলমডাঙ্গা ফুড গোডাউনের নৈশপ্রহরী জহুরুল ইসলাম ও বক্সিপুর গ্রামের হযরত আলীর ছেলে পাপ্পুকে গ্রেপ্তার করা হয়।

আদালতে সাগরের দেওয়া ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাত দিয়ে আনিসুজ্জামান লালন জানান, চাঁদাবাজি করতে গিয়েই সবুজকে এমন নৃশংসভাবে হত্যা করে তারা। মোটরসাইকেল ব্যবসায়ী সবুজের কাছে থাকা কয়েক লাখ টাকা হাতিয়ে নিতে খুনিরা দফায় দফায় বৈঠকে বসেন জড়িতরা। মোটরসাইকেল বিক্রির কথা গত বুধবার সবুজকে ডেকে এনে ফরিদপুর এলাকার মাঠের ভেতরের এক মেহগনি বাগানে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে টাকার জন্য চাপ দেওয়া হয়। সবুজ টাকা নেই জানালে তাকে মারধর করা হয়। তাদের মারধরে এক পর্যায়ে সবুজ মারা গেলে তার লাশের ওপর মোটরসাইকেল রেখে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় ওই ৫ যুবক।