মিছিলে স্লোগান দিতে গিয়ে যুবদল নেতার ম’র্মা’ন্তি’ক মৃ’ত্যু

কুমিল্লায় যুবদলের উদ্যোগে আওয়ামী লীগ কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিলে ইউনিয়ন যুবদল নেতা মফিজ উদ্দিন (৫৬) স্ট্রোক করে মৃত্যু হয়েছে।

রবিবার (১০ নভেম্বর) দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত যুবদল নেতা মফিজ উদ্দিন (৫৬) দাউদকান্দি উপজেলা ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও মালিখিল গ্রামের মৃত সাজেদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ফ্যাসিবাদ আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে ইলিয়টগঞ্জ বিএনপি ও যুবদলের উদ্যোগে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ বাজারে এক বিক্ষোভ মিছিল বের করেন।

এসময় যুবদল নেতা মফিজ উদ্দিন মিছিলে স্লোগান দেওয়ার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে,পরে নেতা কর্মীরা তাকে স্থানীয় ইলিয়টগঞ্জ অ্যাপোলো হসপিটালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপির নেতা মো. আনোয়ার চেয়ারম্যান বলেন, বিএনপি ও যুবদল কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিলে যুবদল নেতা মফিজ উদ্দিন স্লোগান দেওয়ার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে, তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যুবদল নেতা মফিজ উদ্দিন স্ট্রোক করে মারা গেছে বলে ডাক্তার জানিয়েছেন।

দাউদকান্দি মডেল থানা ওসি জুনায়েদ চৌধুরী বলেন, আমিও শুনেছি ইলিয়টগঞ্জে মিছিলে স্ট্রোক করে মফিজ উদ্দিন নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। তাছাড়া বিএনপি কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার খন্দকার মারুফ হোসেন ফেইসবুকে ও যুবদল নেতার মৃত্যুতে শোক প্রকাশ করছেন।