১৬ বছরের কম বয়সীদের ফেসবুক–এক্সে ঢোকা নিষিদ্ধ করছে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সের ছেলে–মেয়েরা ফেসবুক–এক্সসহ সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করার সুযোগ হারাচ্ছে। শিগগিরই এ সংক্রান্ত আইন পাস করবে দেশটি।

আগামী সপ্তাহে প্রস্তাবটি পার্লামেন্টে উত্থাপন করা হবে। এর পরপরই বাকি প্রক্রিয়া সম্পন্ন হবে বলে বিবিসি আজ বৃহস্পতিবার এক প্রতিবেদেন জানিয়েছে। অস্ট্রেলিয়ার সরকার বলছে, বিশ্বের প্রথম দেশ হিসেবে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ১৬ বছরের কম বয়সী ছেলে–মেয়েদের নিষিদ্ধ করতে আইন করতে যাচ্ছে।

প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজ বলেছেন, এই আইনের উদ্দেশ্য অস্ট্রেলিয়ান শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতি কমানো। এটি মা এবং বাবাদের জন্য… তারা, আমার মতো, অনলাইনে আমাদের বাচ্চাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। আমি চাই অস্ট্রেলিয়ান পরিবারগুলো জানুক যে, সরকার আপনার সাথে রয়েছে।

প্রতিবেদন বলছে, সামাজিক যোগাযোগ নিয়ে এই আইনের বিষয়ে এখনও বিতর্ক আছে অনেক। তবে সরকার জানিয়েছে, নিষেধাজ্ঞাটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা তরুণ–তরুণীদের জন্য প্রযোজ্য হবে না।

যেসব বাবা–মায়ের এই আইনে সম্মতি আছে, তাদের সন্তানদের বয়সসীমা নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না। সার্বিক বিষয়ের পর্যবেক্ষণে থাকবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ওপরই।

প্রধানমন্ত্রী আলবেনিজ স্পষ্ট করেছেন, ব্যবহারকারীদের জন্য কোনো জরিমানা হবে না। অস্ট্রেলিয়ার অনলাইন কার্যক্রম নিয়ন্ত্রক ই-সেফটি কমিশনার আইন প্রয়োগ করবে।

আইনটি পাস হওয়ার ১২ মাস পর কার্যকর হবে এবং এটি কার্যকর হওয়ার পরও পর্যালোচনার সুযোগ রাখা হবে। কিছু বিশেষজ্ঞ সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা নিয়ে সমালোচনা করেছেন।

এরআগে এমন নিষেধাজ্ঞার চেষ্টা করেছে অনেক দেশই। তবে চেষ্টা ব্যর্থ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যেম যে উপায়ে বয়স নির্ধারণ করা হয়, তা সঠিক পথে হয় না বলেই এ অবস্থা বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা।