যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী কে, কখন জানা যাবে?

ওহাইয়োতে ডেমোক্র্যাটিক সেনেটর শেররড ব্রাউনের পরাজয়ের পর সেনেটে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ ধরে রাখার সম্ভাবনা কমে যাচ্ছে।

দলটি ইতোমধ্যেই দুইটি আসন হারিয়েছে এবং মন্টানায় জন টেস্টার আরও একটি আসন হারানোর বড় ঝুঁকিতে আছেন।

অন্য কোথাও ডেমোক্র্যাটরা জয় নিশ্চিত করতে না পারলে সেনেট রিপাবলিকানদের হাতে চলে যাবে।

এই মুহূর্তে ডেমোক্র্যাটদের জন্য খুব একটা আশার আলো নেই।

দুইটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন ফ্লোরিডা এবং টেক্সাস ইতোমধ্যেই হারানোর পথে।