পদ্মায় নিখোঁজ মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ডুবে নিখোঁজের ৩৯ ঘণ্টা পর ভেসে উঠেছে শিশু জুবায়ের হাসানের (১২) মরদেহ।

শুক্রবার (১ নভেম্বর) সকাল ৭টার দিকে দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় নদীতে ভাসতে দেখে শিশুটির মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। এর আগে বুধবার বিকেল ৪টার দিকে লঞ্চঘাট এলাকায় নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায় জুবায়ের।

মৃত জুবায়ের রাজবাড়ী সদর উপজেলার কুটির হাট এলাকার লাবলু শেখের ছেলে। সে দৌলতদিয়ার আঞ্জুমান-ই-কাদেরিয়া মাদ্রাসাতু সাবিইল হাসান দাখিল মাদরাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, ওই ছেলেটি নিখোঁজের পর থেকেই উদ্ধারে ফায়ার সার্ভিস, ডুবরিদল, নৌ ও থানা পুলিশ কাজ করছিল। আজ সকালে হঠাৎ লঞ্চঘাট এলাকায় ছেলেটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে।