August 14, 2020, 7:54 am

কুরবানি দাও

  • কবিতা

কুরবানি দাও

আলাউদ্দীন জিহাদ

 

বছর ঘুরে এলো আবার
কোরবানিরী ঈদ,
মহানন্দে খুশির জোয়ার
ভাঙ্গছে সবার নীদ।

কোরবানি দাও হজ্ব আদায়
করো মুমিন ভাই,
যাকাত দিয়ে ধন তোমার
শুদ্ধ করে নাও।

তোমার পাশে কত মানুষ
কাদছে অনাহারে,
সুখে দুঃখে পাশা থাকা
হৃদয় উজাড় করে।

লোকারন্য হয়না কভু
আমার কোরবানি,
কবুল করে নাওগো প্রভু
যাজা দিও তুমি।

 

লেখক:-

আলাউদ্দীন জিহাদ

তরুণ লেখক ও সাংবাদিক

Leave a Reply

     এই বিভাগের আরও খবর

ফেসবুক পেইজ