August 14, 2020, 8:13 am

সোনাগাজীতে মসজিদের পুকুরে মিললো মৃত ব্যক্তির লাশ

আলাউদ্দীন জিহাদ :সোনাগাজী প্রতিনিধি

সোনাগাজী উপজেলার তাকিয়া বাজার সংলগ্ন মসজিদের পুকুরে আজ (28) জুলাই মঙ্গলবার সকাল 6 ঘটিকায় মিলল মিজান উদ্দিন নামে (৩৮) মৃত ব্যক্তির লাশ।
সে বগাদানা ইউনিয়নের আলমপুর গ্রামের মৃত লকিয়ত উল্যাহর সন্তান মাতা- আমেনা বেগম ।
অনুসন্ধানের পর জানা যায়,
মিজান উদ্দিন ছোট বেলা থেকেই মানসিক সমস্যায় ভোগছিলো এবং বাক প্রতিবন্ধী ছিল।
ফজরের নামাজের সময় মসজিদের মুসল্লিরা অজু করতে এসে লাশটিকে ভাসতে দেখে তখন বগাদানা ইউপি চেয়ারম্যান মোঃ ইসহাক খোকন কে অবহিত করেন। চেয়ারম্যান সোনাগাজী মডেল থানায় খবর দিলে সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলামের নির্দেশে ওসি আবদুর রহিম সহ সোনাগাজীর ফায়ার সার্ভিস কর্মীরা লাশ উদ্ধার করেন।

Leave a Reply

     এই বিভাগের আরও খবর

ফেসবুক পেইজ